মোহনা বিশ্বাস, হুগলীঃ
গোটা পৃথিবীর এখন একটাই অসুখ করোনা। এই মারণ ভাইরাসের প্রভাব পড়েছে ভারতেও। করোনা সংক্রমণ রুখতে তাই দেশ জুড়ে চলছে লকডাউন। যার জেরে স্কুল, কলেজ, অফিস সহ বন্ধ সমস্ত কর্মসংস্থান। ফলে খাদ্য সংকটের মুখে পড়েছেন বহু মানুষ।
এমতাবস্থায় এইসব দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল চুঁচুড়ার ১নং কাপাসডাঙ্গা গাবতলার বিবেকানন্দ সংঘ। জানা যায় প্রতিদিন দুপুরে ভাত, ডাল, তরকারি রান্না করে প্রায় দু’শো জন দুঃস্থদের খাওয়াচ্ছেন বিবেকানন্দ সংঘ ক্লাবের সদস্যরা। এমনকি যতদিন লকডাউন চলবে, ততদিন এরকম ভাবেই তাঁরা দুঃস্থদের পাশে দাঁড়াবেন বলে জানান বিবেকানন্দ সংঘের সদস্যরা।
আরও পড়ুনঃ পুলিশী তৎপরতায় ইসলামপুরে রক্ষা পেল দুটি জীবন
যদিও ক্লাবের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে তাঁদের একান্ত অনুরোধ যে, দেশের এই দুর্দিনে দুঃস্থদের সাহায্যার্থে সাধারণ মানুষ যেন তাদের সাধ্যমতো এগিয়ে আসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584