নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রেল দফতরের সহযোগিতায় এবার পিপিই (PPE) কিট বানাচ্ছে সাউথ ইস্টার্ন রেলের মহিলা ব্রিগেড। জানা গেছে , সাউথ ইস্টার্ন রেলওয়ে ওমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে এই কাজ চলছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে।
করোনায় আক্রান্তদের দেখতে চিকিৎসকের জন্য ইতিমধ্যেই হাজার কিট এর বরাত পেয়েছে তারা। এর পাশাপাশি ইতিমধ্যেই প্রায় ২০০ কিট তৈরি করা হয়েও গেছে বলে জানান, অর্গানাইজেশন এর সভাপতি প্রিয়া প্রধান।
তবে আই সি এম আর এর নির্দেশ মতো ও তার অ্যাপ্রভেল নিয়েই এই কাজ করছে রেল। আর রেলের এই কাজ করে দিচ্ছে খড়্গপুরের মহিলা ব্রিগেড। এর পাশাপাশি তারা তৈরি করছে মাস্ক সহ বিভিন্ন ইকুইপমেন্ট।। এই পিপিই (PPE) কিট রেলের বিভিন্ন হাসপাতালে ডাক্তার ও নার্সদের দেওয়া হবে বলে জানান প্রিয়া প্রধান।
আরও পড়ুনঃ কোভিড-১৯ সংক্রমণ রুখতে অভিনব সচেতনতা বন্ধুর, উদ্যোগে সামিল পঞ্চায়েত প্রধানও
যদিও সাউথ ইস্টার্ন রেলের অন্তর্গত বিভিন্ন হাসপাতালে ইকুইপমেন্ট গুলিতে পৌঁছে যাবে এই কিট। যা করোনা যুদ্ধে সামিল হওয়া ডাক্তার ও নার্সদের মূল্যবান কাজে লাগবে বলেই মনে করছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584