তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃউত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের নন্দন গ্রামে উত্তর দিনাজপুর বেদিয়া সমাজের পরিচালনায় শুক্রবার সারারাত ব্যাপী করম উৎসবের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের আসেকা সংগঠনের সহ-সভাপতি নেপোলিয়ান হেমব্রম, উত্তর দিনাজপুর জেলা বেদিয়া সম্প্রদায়ের যুব নেতা নিত্যানন্দ বেদিয়া,উত্তর দিনাজপুর জেলা আসেকা সংগঠনের সম্পাদক হোপনা হেমব্রম সহ ইটাহার ও নন্দনগ্রামের বেদিয়া সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিগণ।অনুষ্ঠানে করম গাছ লাগিয়ে করম গাছের ব্যাখ্যা করেন বেদিয়া সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিগন।সারা রাত ব্যাপী এই অনুষ্ঠানে চলে ঝুমুর নৃত্যের প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান।বিভিন্ন স্থান থেকে বেদিয়া সম্প্রদায়ের ঝুমুর নৃত্যের দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।সারা রাতব্যাপী বেদিয়া সম্প্রদায়ের অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছিল।সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ও পরিচালনায় ছিলেন বেদিয়া সম্প্রদায়ের যুব নেতা নিত্যানন্দ বেদিয়া।নিত্যানন্দ বেদিয়া বলেন নন্দনগ্রামের এই অনুষ্ঠান করবার জন্য যারা সহযোগীতা করেছেন বিভিন্ন ভাবে তাদের তিনি অভিনন্দন জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584