পরিচ্ছন্ন,নেশা মুক্ত পুরসভা গড়তে উদ্যোগ কালিয়াগঞ্জে

0
82

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

জঞ্জাল সাফাইয়ে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভা।শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সম্প্রতি পুরসভা একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে।

making anti Intoxication municipality | newsfront.co
নিজস্ব চিত্র

একইসঙ্গে শহরের যুব সম্প্রদায় যাতে কোনওভাবে নেশার প্রতি আসক্ত না হয় সেজন্যও প্রচার চালাবে বলে স্থির করেছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সংগঠনকে খেলাধুলোর সামগ্রী দেওয়ার উদ্যোগ পুরসভা কর্তৃপক্ষ নিয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, নিজস্ব তহবিল থেকেই খেলাধুলোর সামগ্রী বিলি করা হবে।পুরসভা জানিয়েছে, শহরের প্রতিটি ওয়ার্ডে দু’বেলা জঞ্জাল সাফাই, প্রতিটি ওয়ার্ডে ঝাড়ু দেওয়ার ব্যবস্থা,জঞ্জাল অপসারণের জন্য অতিরিক্তি ১০টি ট্রাক্টর কেনার উদ্যোগ তারা নিতে চলেছে।পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের এলাকা বৃদ্ধির জন্যও পুরসভা ডিপিআরও তৈরি করেছে।

making anti Intoxication municipality | newsfront.co
নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের কার্তিকচন্দ্র পাল বলেন,পুর ওয়ার্ডগুলিতে জঞ্জাল অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আমরা বিশেষ নজর দিয়েছি।

আমরা পুরসভার পক্ষ থেকে দু’বেলা জঞ্জাল সাফাই করার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য সাফাই কর্মীরা দু’শিফটে কাজ করবেন। নতুন করে ঝাড়ুদার নিয়োগ করে পুরসভার রাস্তায় ঝাড়ু দেওয়া হবে।

making anti Intoxication municipality | newsfront.co
নিজস্ব চিত্র

আমরা যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে এবং খেলাধুলোর প্রতি আগ্রহী করে তুলতে চাই।সেকারণে ক্লাবগুলিকে খেলাধুলোর সামগ্রী দেওয়ারও উদ্যোগ নিয়েছি।

কালিয়াগঞ্জ পুরসভায় এতদিন বিভিন্ন ওয়ার্ড থেকে জঞ্জাল তোলার জন্য ১০টি ট্রাক্টর কাজ করত। এখন এই কাজের জন্য আরও ১০টি ট্রাক্টর কেনা হবে। মোট ২০টি ট্রাক্টর দু’বেলা ওয়ার্ডের জঞ্জাল সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে ফেলবে। প্রতিটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা ট্রাক্টর কাজ করবে।

আরও পড়ুনঃ নেশা ছাড়ার কাহিনী বর্ণনা করে নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা

এতদিন পর্যন্ত পুরসভা এলাকায় রাস্তা ঝাড়ু দেওয়ার কোনও ব্যবস্থা ছিল না। এবার সেই কাজও শুরু হবে।

পুরসভার দাবি, দুর্গাপুজোর আগেই ১৭টি ওয়ার্ডের জন্য ঝাড়ুদার নিয়োগ করা হবে। ওই কর্মীদের নির্দিষ্ট ওয়ার্ডে কাজ বণ্টন করে দেওয়া হবে। কালিয়াগঞ্জ শহরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড রয়েছে।

সাত বিঘা জমির উপরে এই ডাম্পিং গ্রাউন্ডটি অবস্থিত। পরবর্তীতে এই ডাম্পিং গ্রাউন্ডের জন্য পুরসভা আরও তিন বিঘা জমি কিনেছে। সেই তিন বিঘা এলাকাতে সীমান পাঁচিল দেওয়ারও উদ্যোগ নিয়েছে পুরসভা।

এদিকে, পুরসভা তার নিজস্ব ফান্ড থেকে ১০ লক্ষ টাকা খরচ করে শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাধ্যমে এলাকায় এলাকায় খেলাধুলোর সামগ্রী বিলি করার সিদ্ধান্ত নিয়েছে।

পুরসভার দাবি,এলাকার যুবকেরা যাতে কোনওভাবেই মাদকজাতীয় নেশার প্রতি আকৃষ্ট না হয়, তারা যাতে সমাজের মূল স্রোতে থেকে খেলাধুলো ও দেহ চর্চার প্রতি আগ্রহী হয় সেজন্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই খেলাধুলোর সামগ্রী তাদের মধ্যে বিলি করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here