শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
সারা রাজ্যের মত দক্ষিণ দিনাজপুরেও গতকাল ৯ সেপ্টেম্বর মহা সমারোহে সারা রাতব্যাপী ওড়াঁও সম্প্রদায়ের উৎসব করম পূজা পালিত হল। এই উপলক্ষ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা অঞ্চলের বদলপুর গ্রামে পালিত হয় করম পূজা। এই করম পূজা উপলক্ষ্যে সারা রাত ধরে আদিবাসী সমাজের মানুষ নৃত্য গীতে মেতে ওঠেন।
এদিনেের করম পূজাকে সফল করে তুলতে বোল্লা বদলপুর করম পূজা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী,পশ্চিমবঙ্গ আদিবাসী সমবায় লিমিটেডের পরিচালন কমিটির সদস্য বাচ্চু রাম পাহান সহ বিশিষ্ট জনেরা।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে সাড়ম্বরে পালিত করম পুজো
এই দিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের বিভিন্ন কৃতিসন্তানকে সম্মানিত করা হয়। সেই সাথে এই মঞ্চ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় আদিবাসী সমাজের উন্নতিতে কাজ করা চকলেট দাদু ওরফে তাপস চক্রবর্তীকেও সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী বাচ্চু হাঁসদা ও সাংসদ সুকান্ত মজুমদার ধামসা ও মাদল বাজিয়ে আদিবাসী সম্প্রদায়ের সাথে যোগদান করেন।
এই করম পূজা উপলক্ষ্যে আদিবাসী ওড়াঁও সম্প্রদায়ের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584