পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
করোনা ভাইরাসের প্রভাবে করণদিঘি ব্লকের চারশো বছরের ঐতিহ্যবাহী করণ রাজার মেলা এ বছর হচ্ছে না। প্রতি বছর এই বৈশাখ মাসে ২৫ দিন ব্যাপী চলা এই মেলায় প্রধানত উওর দিনাজপুর জেলার একাধিক গ্রাম শহর থেকে বহু লোক আসতো।
তবে এ বছর পুরোপুরি মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্লক প্রশাসন সহ করণদিঘি গ্ৰাম পঞ্চায়েত মেলা কমিটি। মেলাকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে আসা মানুষের জন সমাবেশ হবে। আর তাতেই করোনা ভাইরাস ছড়ানোর একটা প্রবণতা থেকে যাচ্ছে বলেই মেলা কমিটির এমন সিন্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এমনকি মেলা বন্ধ রাখতে প্রশাসন মাইক দিয়েও প্রচার চালাছে। তবে এ বিষয়ে করণদিঘির বিডিও বিজয় মোক্তান বললেন, মেলা সহ করণদিঘি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে খুড়কা মিলন মেলা হয়ে থাকে প্রত্যেক বছর এই পয়লা বৈশাখে। বিএসএফ উচ্চ প্রদস্থ আধিকারিকদের পক্ষ থেকেও এ বছর মেলা বন্ধ রাখার জন্য মাইকিং করা হছে।
তবে করণদিঘির সমাজ সেবী কালু পাল বলেন, এ বছর মেলা বন্ধ থাকবে করোনা ভাইরাস জন্য তাই জনগনের কাছে অনুরোধ এ বছর করণদিঘি মেলাতে কেউ আসবেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584