একাধিক দাবিতে একদিনের অবস্থান বিক্ষোভে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যামন্দিরের কর্মচারীরা

0
119

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ

একগুচ্ছ দাবিকে সামনে রেখে শুক্রবার অবস্থান বিক্ষোভে সামিল হল পুরুলিয়া জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যামন্দিরের কর্মচারীরা।

কর্মচারীদের দাবি , জেলা জুড়ে এমন প্রায় ২০ টি আবাসিক বিদ্যালয় রয়েছে যেখানে শতাধিক কর্মচারী কাজ করেন। কিন্তু, যথাযথ পারিশ্রমিক তারা পান না। এখনও পর্যন্ত দৈনিক ১৭৫ টাকা চুক্তির ভিত্তিতে তারা কাজ করেন, নেই কোন কর্ম নিশ্চয়তা।

employee protesting | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জল কামানে রং ব্যবহারের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে দ্বারস্থ এপিডিআর

এছাড়াও সরকারি সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত। দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলির কথা জানিয়ে এলেও কোন কাজ না হওয়ায় এদিন নিজেদের দাবিদাওয়ার কথা জানিয়ে পুরুলিয়া জেলা শাসকের দফতরের সামনে একদিনের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেন সদস্যরা।

কর্মসূচি থেকে নিম্নতম ১৫ হাজার টাকা বেতন, কাজের সময়সীমা ২৪ থেকে কমানো, ছাত্রী ও মহিলা কর্মচারীদের সুরক্ষার ব্যবস্থা , কর্মক্ষেত্রে স্থায়ীকরণ ও স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় তাদেরকে আনার দাবি জানান তারা । দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড়ো আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন সংগঠনের সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here