ডিসেম্বরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে ভিকি-ক্যাটরিনা!

0
63

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

গুঞ্জন চলছিলই। এবার নাকি পাকা দেখাও সেরে ফেলেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পরিবার। শুধু কি তাই? চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরেই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে দুই বলিউড তারকা। মুম্বইয়ের বাতাসে এখন এমনই খবর ঘুরে বেড়াচ্ছে। এর আগে শোনা গিয়েছিল, গত ১৮ অগাস্ট নাকি বাগদান পর্ব সেরে ফেলেছেন এই তারকা জুটি। অবশ্য সে খবর যে মিথ্যে নয়, সোশ্যাল মিডিয়ায় তা নিজেই জানিয়েছিলেন ভিকি কৌশল। তবে ভিকির সঙ্গে বিশেষ সম্পর্ক নিয়ে কোনোদিনই মুখ খোলেননি ক্যাটরিনা।

Vicky Katrina

বলিউড জুটির ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিয়ের তোরজোড় শুরু করে দিয়েছেন ভিকি এবং ক্যাটরিনা। আর বলিউডের ট্রেন্ড মেনেই ক্যাটরিনা এবং ভিকির বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। করণ জোহরের শোয়ে এসে ভিকি কৌশলের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ক্যাটরিনা। সে কথা করণ জোহরই ভিকিকে বলেছিলেন। আর সেই কথা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন ভিকি কৌশল। তখনই ভিকি-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত

সলমন খানের হাত ধরেই বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ক্যাটরিনা কাইফ। সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারোরই অজানা নয়। এরপর সলমন খানের সঙ্গে দূরত্ব তৈরি হতেই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অভিনেত্রীর। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। এই সম্পর্ক ভেঙে যাওয়ায় ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। সেই পরিস্থিতিতে আবার তাঁকে সঙ্গ দিয়েছিলেন সলমন খান।

আরও পড়ুনঃ দমদমের রিখিয়া এবার নৈহাটির ‘বড় মা’, সাজালেন মুক্তি

এরপর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও ক্যাটরিনার সম্পর্কের কথা কানাঘুষো শোনা গিয়েছিল। এরপরই ভিকি কৌশলের সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন হয় তাঁর। এবার শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here