ফারুক আহমেদ,কলকাতা:
শিক্ষক দিবসে বিশিষ্ট প্রাবন্ধিক সমাজকর্মী কাজি মাসুম আখতারকে শিক্ষারত্ন সম্মান দিয়ে সম্মানীত করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
কলকাতার কাটজু নগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক কাজি মাসুম আখতারকে আজ শিক্ষক দিবসে নজরুল মঞ্চে শিক্ষারত্ন সম্মানে ভূষিত করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শিক্ষাক্ষেত্রে সারাজীবনের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তার হাতে এই পুরস্কার তুলে দেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি।
গত বছরও “আনন্দবাজার পত্রিকা” শিক্ষাক্ষেত্রে আখতার সাহেবের অভাবনীয় সাফল্যের জন্য তাঁকে “দ্রোণাচার্য ” পুরস্কারে ভূষিত করেছিল।
উল্লেখ্য যে, কাজি মাসুম আখতার শুধু একজন আদর্শনিষ্ঠ, সফল শিক্ষক নন, তিনি একজন বিশিষ্ট লেখক ও সমাজকর্মীও বটে। বিশেষ করে এ রাজ্যের অন্যতম প্রতিবাদী মুখ হিসাবে তিনি পরিচিত। ধর্মান্ধতা বা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তাঁকে বার বার গর্জে উঠতে দেখা গেছে। কেবল সভা সমিতি, মিছিল, মিটিং নয়,বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা অসংখ্য প্রবন্ধে বা বিভিন্ন টিভি চ্যানেলের টক শোতে তাঁর মূল্যবান বক্তব্যে যার প্রকাশ মিলেছে।
তাঁর লেখা দুটি গ্রন্থ হল “বঞ্চিত রাখার সড়যন্ত্র” ও “বিপন্ন সংস্কৃতি”। সন্ত্রাসবাদকে রুখে দিতে ও অনগ্রসরদের প্রতি বঞ্চনা, ধর্মান্ধতা ও সামাজিক নানাবিধ ক্ষয়রোগের বিরুদ্ধে গবেষণালব্ধ দলিল বলা যায় বই দুটিকে।
তাঁকে মূল্য দিতে হয়েছে বার বার। এমন কী, তার উপর প্রাণঘাতী হামলাও হয়েছে। তবুও তিনি লক্ষ্যে অবিচল, অকুতোভয়। জাতির বিবেক এমন শিক্ষকদের জন্যেইতো শিক্ষারত্ন সম্মানের সার্থকতা। ইতিমধ্যে এই তরুণ তুর্কী কাজি মাসুম আখতার পেয়েছেন “উদার আকাশ” পুরস্কার।
আগামী দিনে সমাজ কল্যাণে তিনি আরও ভাল কাজ করবেন। বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এই আশা প্রকাশ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584