পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমিতে প্রকাশিত হল ‘কাজী নজরুলের কারাজীবন’

0
111

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের রঙধনু পত্রিকার সম্পাদক জয়নূল আবেদনের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা বিশেষ গবেষণাধর্মী গ্রন্থ “কাজী নজরুলের কারাজীবন” প্রকাশিত হয় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি থেকে। প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি কবি রঞ্জন গুপ্ত। গ্রন্থটি প্রকাশ করেছে কলকাতার অণিমা প্রকাশনী।

Pen Westbengal

প্রসঙ্গত, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির দ্বিতল হলে অনুষ্ঠিত হয় PEN WEST BENGAL -এর ৮৮তম প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে সংগঠনের সংক্ষিপ্ত ইতিহাস এবং গুরুত্ব বিষয়ে আলোচনা করেন সচিব সুগত চৌধুরী এবং কার্যকরী সভাপতি কবি রঞ্জন গুপ্ত। উল্লেখ্য, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন (১৯৩৪) সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরে অন্নদাশঙ্কর, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নবনীতা দেবসেন প্রমুখ পর্যায়ক্রমে সভাপতির দায়িত্ব পালন করেন। নবনীতা দেবসেনের মৃত্যুর পর কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন কবি রঞ্জন গুপ্ত।

Book published

আরও পড়ুনঃ “স্কুল ডাকছে”, পড়ুয়াদের স্কুলে ফেরাতে এবার উদ্যোগী ভূমিকা জেলা প্রশাসনের

এই অনুষ্ঠানে কবিতা পাঠ ছাড়াও কয়েকটি গ্রন্থও প্রকাশিত হয়। দীপিকা ভট্টাচার্য, শ্যামল মুখোপাধ্যায়, সুগত চৌধুরী সহ বেশ কয়েকজন কবি ও লেখকের গ্রন্থ প্রকাশিত হয়। ‘কাজী নজরুলের কারাজীবন’ শীর্ষক গবেষণা-গ্রন্থটিও এদিনের মঞ্চে প্রকাশিত হয়। সাহিত্যিক জগতের মানুষ জয়নূল আবেদিন নজরুলের কারা জীবন গ্রন্থে অনেক অজানা তথ্য পেয়ে পাঠকেরা উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here