কে তুমি অপরিচিতা

0
334

সুদীপ পাল

ব্যক্তি জীবনের নানা ঘটনাক্রম, অভিজ্ঞতা, চারপাশে পাল্টে যাওয়া সমাজের ইতি বৃত্তাকার জীবনবোধের রূপ পেয়েছে রাঢ় বাংলার দুর্গাপুর শিল্পাঞ্চলের কবি প্রভাত মন্ডলের ‘কে তুমি অপরিচিতা’ কাব্যগ্রন্থে।

Ke tumi aporichita | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

বীরভূম জেলার কাদিপুর গ্রামে জন্ম হলেও বর্তমানে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডে কর্মরত থাকার সুবাদে দুর্গাপুরে বসবাস। মননশীল ও স্পষ্ট আভাস পাওয়া যায় কবির কবিতাগুলিতে। ‘প্রেমিক বসন্ত’ কবিতায় তিনি লিখেছেন, ‘ক্লান্ত বিকেলে প্রেমিক বসন্ত/ ক্যানভাস তুলি আর রঙ/ অদক্ষ হাতের কিছু দাগ।’ তাঁর কবিতায় ফুটে উঠেছে গভীর প্রেমের আত্মনিবেদনের কথা। যেমন, ‘ক্লান্ত পথিক’ কবিতায় তিনি লিখছেন, ‘প্রেমের পূজারী আমি/ ঠাঁই দিও যেন ভালোবাসার আঁচলে।’

আরও পড়ুনঃ ঋত্বিকের তিতাসঃ একটি স্বপ্নের ছবি

সম্প্রতি অন্বেষা প্রকাশন থেকে প্রভাতবাবুর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে। মফস্বলী জীবনের এবং প্রেম-বিষাদের নানা রঙিন ছবি তাতে ফুটে উঠেছে। বইয়ের বানান এবং প্রুফ রিডিংয়ে যত্নের ছাপ রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here