কাল ভিকুনার কেরালা প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের

0
55

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

আইএসএলে ছ’রাউন্ড শেষ হতে চললেও এখনও জয়ের মুখ দেখতে পায়নি তিনটি দল। এই তালিকায় থাকা দুই দল কেরালা ব্লাস্টার্স এফসি এবং এসসি ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে রবিবার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে। অর্থাৎ দুই দলেরই একটাই উদ্দেশ্য, এই ম্যাচ থেকে প্রথম জয় তুলে নেওয়া। যা দুই দলের পক্ষেই এখন কঠিন কাজ হয়ে উঠেছে।

couch | newsfront.co

সবচেয়ে বেশি গোল হজম করার পরিসংখ্যানে আপাতত দুই ক্লাবই শীর্ষে। এদিকে ইস্টবেঙ্গলের ফক্স চোট মুক্ত পুরো হতে পারেন নি ফলে আগামীকালও খেলবেন না। এদিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ ফাউলার জানান, “আমরা ভালো খেলছি তবে মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে কোথাও।

আরও পড়ুনঃ হারলেও বাংলার ফুটবলের মন কেড়ে নিল জর্জ, চ্যাম্পিয়ন রিয়াল কাশ্মীর

পুরো নব্বই মিনিট সংযোগ থেকে হারিয়ে যাচ্ছি আমরা। সেই জিনিসটা ঠিক করতে হবে। দল গোলে ফিরেছে তবে যে করেই হোক আমাদের জয়ে ফিরতে হবে। পরিকল্পনা তৈরি। এবার বাকি কাজটা ফুটবলারদের।”

এদিকে মোহনবাগানের প্রাক্তন আই লীগ জয়ী কোচ বর্তমানে কেরালার কোচ ভিকুনা জানান, “অনেক সময় এমন জিনিসও হয় এ বি ও সি কোনো কিছুই কাজ করে না আমাদের সেই জিনিসটাই হচ্ছে ভালো খেলেও আমাদের জয় আসছে না ওদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে খেলেছি ওদের দুর্বল দিক জানি আশা করি অসুবিধা হবে না আমরা ভালো ফল করতে পারব কারণ এখনও সময় আছে টুর্নামেন্টে ফিরে আসার।”

আরও পড়ুনঃ ধোনি স্টাইলে রান আউট ঋদ্ধির

মোহনবাগানের কোচ হিসেবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুটো ম্যাচ খেলে আই লীগে দুটোই জিতেছে এই স্প্যানিশ কোচ তাই ব্রিটিশ কোচের বিরুদ্ধে নামার আগে জানান, “পরিস্থিতি তো অবশ্যই আলাদা থাকে। দুটো ইস্টবেঙ্গল দল আলাদা এই কথাটা মনে রাখতে হবে আমরা লড়াই করব এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here