“থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে”

0
64

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

মানুষ এই সৃষ্টি জগতের সৌন্দর্য অবগাহন করার জন্য নানাভাবে পৃথিবীর বুকে বিচরণ করে চলেছে। তেমনি একজন কেরলের ৩১ বছর বয়সী যোজো জর্জ পায়ে হেঁটে ভারত ভ্রমণ করবেন বলে সংকল্প করেছিলেন আজ থেকে চার বছর আগে। অবশেষে ১ নভেম্বর ২০২১, কেরালার জেলা থেকে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছেন। অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা পার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পশ্চিমবঙ্গের মেদিনীপুর হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া পার হয়ে মুর্শিদাবাদে তিনি  প্রবেশ করে গতকাল রাত্রে পৌঁছেছেন  ডোমকলে।

নিজস্ব চিত্র

দীর্ঘপথ পাড়ি দেবার সময় রাত্রি বাস করেছেন কখনো রেলওয়ে স্টেশনে কখনো পেট্রলপাম্পে কখনোবা হাসপাতাল কখনও বা ফুটপাত কখনও বা আবাসিক হোটেলে। ডোমকলে পৌঁছে তিনি সেরকম কোন জায়গা না পেয়ে গুগল ম্যাপের মাধ্যমে তাজ লজের ঠিকানা পেয়ে সেখানে রাত্রিবাসের সিদ্ধান্ত নেন। এই খবর জানার পরে ডোমকলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী খন্দকার ওমর ফারুক তাঁকে সংবর্ধনা দেন এবং রাত্রে সকলে মিলে আহারের ব্যবস্থা করেন।

আরও পড়ুনঃ জলঙ্গীতে DYFI-এর প্রকাশ্য সমাবেশ, তৃণমূল-বিজেপিকে চাঁছাছোলা আক্রমণ মীনাক্ষী মুখার্জীর

এই সংবর্ধনা পেয়ে জর্জ  খুবই আপ্লুত এবং গর্ববোধ করেন। তিনি বলেন এ দীর্ঘ পথে অনেকেই আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং উৎসাহিত করেছেন কিন্তু এভাবে কেউ সম্বর্ধনা দেয়নি। এই সম্বর্ধনা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। তিনি এই দীর্ঘ যাত্রাপথের বহু অভিজ্ঞতার কথাও শোনান। তাঁর কথা থেকেই জানা যায় যে, তাঁর সঙ্গে একটা কম্বল ছিল সেটি তিনি রাস্তায় একজন অসহায়কে দান করে দেন ও একটি ছাতা ছিল সেটিও বৃষ্টির মধ্যে এক পথশিশুকে দিয়ে দিয়েছেন।  অবশেষে রাত্রি বাস করার পর ভোরবেলায় ডোমকল ছেড়ে ফের যাত্রা শুরু করেন তিনি।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here