নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
জঙ্গিপুর পুলিশ সুপার ওয়াই. রঘুবংশী ও ওনার মহকুমার সমস্ত থানার পুলিশ প্রশাসন, মহিলা পুলিশ এবং মুর্শিদাবাদ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় উদ্যোগে আয়োজিত হয় খোকো প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জঙ্গীপুর মহকুমার দুটি স্কুল শেখালিপুর হাই স্কুল ও আহিরান হেমাঙ্গিনি হাই স্কুলের মোট ত্রিশ জন ছাত্রী। এই প্রীতি ম্যাচে দুটি স্কুল থেকে পনেরো জন করে ত্রিশ জন ছাত্রী খোকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

নারী দিবস উপলক্ষে এই বিশেষ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সেখালিপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী কুসুম খাতুন ভালো খেলার কারনে তাকে সামনে রেখে অন্যান্য ছাত্রীদের অনুপ্রেরণা দেওয়া হয়।
এমনকি নিজের চেয়ারে কুসুম খাতুনকে বসিয়ে ‘ এস পি ‘ বলে অবিহিত করেন জঙ্গিপুরের পুলিশ সুপার ওয়াই. রঘুবংশী। আজকে নারী দিবস উপলক্ষে এই সম্মান পেয়ে যথেষ্ট খুশি প্রকাশ করল ছাত্রী কুসুম খাতুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584