মনিরুল হক, কোচবিহারঃ
ঢাকে কাঠি পরতে এখনো প্রায় তিন মাস বাকি থাকলেও পূজার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যের প্রান্ত জেলা কোচবিহারেও।
কোচবিহারে নজর কাড়া পুজা গুলির মধ্যে টাকাগাছ কিশোর সংঘ ও পাঠাগারের পূজা অন্যতম। বিগত কয়েক বছর থেকে এই সংঘের পূজা একটি বিশেষ মাত্রা নিয়ে এসেছে শারদ উৎসবের এই জেলায়। এবছর কোচবিহারবাসীর জন্য রয়েছে তাদের চমক।
বৃহস্পতিবার ৫৮তম এই পুজার সূচনা হল খুঁটি পূজার মাধ্যমে। রীতিমত খুঁটি পুঁতে পুরোহিত দিয়ে পূজা করে শারদ উৎসবের শুভ সূচনা করলেন তারা।
কোচবিহার ২নং ব্লকের টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীরামপুর ধামে অবস্থিত এই কিশোর সংঘ। গত কয়েক বছর তাদের মণ্ডপ নিমান, আলোক সজ্জা ও পূজার ভাবনা আকর্ষিত হয়েছে মানুষের কাছে।
আরও পড়ুনঃ কার্গিল বিজয় দিবস স্মরণে জওয়ানদের রক্তদান শিবির
এ বছরের পূজা কমিটির সভাপতি সজল বর্মণ জানান, এবছরের পুজার বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। তাদের এবারের ভাবনায় রয়েছে ৪০ ফুট উচ্চতার দেব ভুমি। কেদারনাথের আদলে নির্মাণ করা হবে এবারের মণ্ডপ। দর্শনারথিদের জন্য তৈরি করা হবে কৃত্তিম পাহাড় যা দেখে মজা পাবেন তারা। এছাড় রয়েছে প্রতিমায় বিশেষ আকর্ষণ ও আলোক সজ্জা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584