সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
দলত্যাগের সিদ্ধান্ত নিলেন প্রদেশ কংগ্রেসের জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট কৃর্তিবাস সরদার। কুলপি ব্লকের লড়াকু নেতা তিনি। যদিও এই বিষয়টি মৌখিক জানিয়েছেন রাজ্যকে। জানিয়েছেন লেটার প্যাডেও।
স্বজন পোষণ, দুর্নীতি রাজ্য নেতাদের মধ্যে বিরোধের পাশাপাশি জেলার নেতাদের একাধিক দুর্নীতির ইস্যুর জেরে আজ পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। একটা সময় দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রদেশ কংগ্রেসের লড়াকু নেতা ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক ছিলেন কৃর্তিবাস সরদার। সত্তরের দশক থেকে রাজনৈতিক জীবন শুরু।
আরও পড়ুনঃ ডোমকলে ভোটের ময়দানে ‘না’ আনিসুরের
১৯৭৫-৭৭সালে গৌরমোহন শচিন মন্ডল মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
১৯৭৮-৮১ সাল অবধি ছাত্র পরিষদের জেলা সভাপতির দায়িত্ব সামলান। পরে রাজ্যের নেতা হিসেবে উঠে আসা এই মানুষ হঠাৎ দলত্যাগ করায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে এও শোনা যাচ্ছে আগামীকাল তিনি নাকি বিজেপিতে যোগদান করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584