‘নগনাট ফাউন্ডেশন’-এর সাধু উদ্যোগে শামিল অভিনেতা শন, দেবপ্রিয়, রাহুল

0
169

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Mask distribution | newsfront.co

‘নগনাট ফাউন্ডেশন’ একটি এনজিও যা সমাজের দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর উন্নয়নের জন্য কাজ করে। শিশু, অল্প বয়সী মা ও বৃদ্ধের ক্ষমতায়ণ করে। পশ্চিমবঙ্গের শহর ও গ্রামীণ অঞ্চলে দারিদ্র্য, রোগ, অপুষ্টি এবং গার্হস্থ্যতা দূরীকরণের জন্য নিখুঁত আন্তরিকতার সঙ্গে প্রচেষ্টা করে এই সংস্থা।

Foundation | newsfront.co

স্বেচ্ছাসেবী সংস্থার অঙ্গওয়ারী প্রকল্পের মূল সুবিধাভোগীরা হল ৬ মাস থেকে ৬ বছর বয়সী শিশু, গর্ভবতী এবং স্তন্যদানকারী মা- যারা নিদারুণ অপুষ্টিতে ভোগে।

relief distribution | newsfront.co

এছাড়াও যে কোনও স্তরের প্রবীণ নাগরিক যাঁরা তাদের পরিবার দ্বারা উপেক্ষিত এবং অক্ষম তাঁদের
প্রতি রবিবার গত ৫ বছর ধরে, নোগনাট ফাউন্ডেশন শুকনো রেশন সরবরাহ করে আসছে।

tele actor | newsfront.co

Actor | newsfront.co

তাঁদের পুরো সপ্তাহের জন্য চাল, ডাল, তেল, মশলা, শাকসব্জি ৭৫ জন প্রবীণ নাগরিককে পরিবেশন করে।এই কঠিন সময়ে দাঁড়িয়ে এই সংস্থা আরও বেশি সক্রিয় হয়েছে আজ।

আরও পড়ুনঃ ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম পরিবর্তনে খুশি শাহরুখ তনয়া সুহানা খান

Tolly actor | newsfront.co

তাঁদের সামাজিক উদ্যোগকে সাধুবাদ দিতেই হয়। এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা শন ব্যানার্জি, দেবপ্রিয় মুখার্জি, রাহুল দেব বসু সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here