নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
ব্যাটে-বলে রূদ্ধশ্বাস লড়াই জিতে ফাইনালে জায়গা করে নিল পূর্ব মেদিনীপুরের কোলা ইউনিয়ন হাইস্কুল।বৃহস্পতিবার বালুরঘাট টাউন ক্লাবের মাঠে অনুর্ধ ১৫ বৎসর দাত্তু ফাদকার ট্রফির সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়ে ফাইনালে প্রবেশ করলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
এদিন টসে জিতে প্রথমে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের কামরাবাদ হাইস্কুল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। একসময়ে তারা ২০ ওভারে ১ উইকেটে ৭১ রান তোলে। কিন্ত পরবর্তী সময়ে কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বোলারদের দাপটে তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৮ রানে।
কোলা ইউনিয়নের পক্ষে অনুরাগ তেওয়ারী ৭ ওভারে ২১ রান দিয়ে ৩ টি উইকেট পায়। এছাড়া হ্যাপি পানেশর ২টি ও আরিয়ান জসওয়াল ৩টি উইকেট নেয়। কামরাবাদের অরিত্র পাত্র ৪১ রানে নট আউট থেকে যায়।
ব্যাট করতে নেমে প্ৰথমদিকে বিপর্যয়ের মুখে পড়ে কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। মাত্র ৩১ রানে ৪ উইকেট পড়ে যায়।অবশ্য পরে অনুরাগ তেওয়ারীর ৩১ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে তারা খেলায় ফিরে আসে। কিন্ত অনুরাগ আউট হতেই আবার পরপর কয়েকটি আউট করে কামরাবাদ স্কুল খেলায় ফিরে আসে। শেষে ৯৮ রানে আট উইকেট পড়ে যায়।কিন্ত অনির্বান শাসমল ১৮ রান করে ৪১ ওভারে ১০৯ রান তুলে ম্যাচ জিতিয়ে দেয়।
আরও পড়ুনঃ বহরমপুরের প্রাপ্তির সোনা জয়
রাতের হালকা বৃষ্টিতে পিচ একটু ভিজে থাকায় কম স্কোরের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় জিতে এই টুর্নামেন্টের ফাইনালে চলে গেল। ফাইনালে প্রতিদ্বন্দ্বী কলকাতা জেলার নব নালন্দা বিদ্যালয়। খেলা হবে আগামী ১৫ই জুন বালুরঘাট স্টেডিয়ামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584