নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বর্তমান লকডাউনের সময় রাজ্যের ভবঘুরে মানুষদের অসহায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, রাজ্যে যাতে কোন মানুষের না খাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

সে কথা কে মাথায় রেখে ইতিমধ্যেই প্রশাসনের তরফে ভবঘুরে থেকে শুরু করে এলাকার দুঃস্থ পরিবার ও দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসন। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকার বেশকিছু ভবঘুরেদের মুখে অন্ন তুলে দিল ব্লক প্রশাসন।

আরও পড়ুনঃ লকডাউনে মুমূর্ষ রোগীদের প্রানদায়ী ওষুধ দিয়ে নজির গড়লেন রায়গঞ্জের যুবক
এদিন কোলাঘাট ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুণ্ডু বলেন, বর্তমান সময়ে সমস্ত দোকানপাট থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ গুলি বন্ধ হওয়ার কারণে অসহায় হয়ে পড়েছেন এলাকার ভবঘুরেরা।
তাই গোলাঘাট লোক প্রশাসনের তরফ থেকে এলাকার সমস্ত ভবঘুরেদের একত্রিত করে তাদের ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার পর তাদেরকে অন্ন তুলে দেওয়া হয়। আর প্রশাসনের এই সব কার্যক্রম দেখে এলাকার হতাশ হওয়া ভবঘুরেদের মুখে হাসি ফুটেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584