নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
“রক্তদান মহৎ দান” আর এইবার সেই কথাকে মাথায় রেখে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসনের তরফ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে, বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সমাজ সেবা সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় এই শিবিরের আয়োজন দেখা যেত।
কিন্তু বর্তমানে নোভেল করোনা ভাইরাসের কারণে গোটা রাজ্যে লকডাউন হয়ে যাওয়ার ফলে, বন্ধ হয়ে গিয়েছে এইসব সংগঠনের রক্তদান শিবির অনুষ্ঠান। তবে এই লকডাউনের মধ্যেও যাতে রক্তের অভাবে কোন মুমূর্ষু রোগী প্রাণ না হারায়। সে জন্যই এই উদ্যোগ নিয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়াতে সংগঠনকে আর্থিক দান বিদ্যালয়ের
জানা যায়, এদিন এই রক্তদান শিবিরে সামাজিক দূরত্ব বজায় রেখে মোট ৩০ জন রক্তদাতা রক্ত দান করেন। এছাড়া এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান,শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলী ও কোলাঘাট পুলিশ আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584