করোনা মোকাবিলায় তৎপর কোলাঘাট ব্লক প্রশাসন

0
72

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুরঃ

দিন যত এগিয়ে আসছে রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।এই পরিস্থিতিতে কার্যত কোমর বেঁধে লড়াই করছে রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতর।

দফায় দফায় বৈঠক করছেন রাজ্য ও ব্লক প্রশাসনের কর্তারা। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ১০ জুনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। অবশ্য তড়িঘড়ি তাদেরকে পাঁশকুড়া বরমা হাসপাতালে পাঠানো হয়েছে।

kolaghat block discussion for coronavirus | newsfront.co
নিজস্ব চিত্র

এখানেই শেষ নয়, ব্লক প্রশাসন থেকে বারে বারে এলাকার মানুষকে বর্তমান ভাইরাসের সম্পর্কে মাইকিং ও নানান কর্মসূচির মধ্য দিয়ে সচেতন করা হয়েছে। শনিবার কোলাঘাট ব্লক প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে সেই বিষয়ে বৈঠক করা হয়। ছিলেন এলাকার আশা কর্মীরাও। আগামী দিনে কীভাবে এই ভাইরাসের মোকাবিলায় লড়াই করতে হবে কার্যত সেই বিষয় নিয়েই দিন পর্যালোচনা করা হয়।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের খাদ্য সামগ্রী দান ছাত্র সংগঠনের

এই বিষয়ে কোলাঘাট পাইকপাড়া হাসপাতালের বিএইচ এম শিবশঙ্কর খান জানান, ‘আমরা তৎপর রয়েছি এলাকার মানুষকে সুরক্ষা রাখার জন্য, ধাপে ধাপে মানুষকে সচেতন করার মধ্য দিয়ে এলাকার মানুষকে এই ভাইরাসের সম্বন্ধে জানানো হচ্ছে।

‘অন্যদিকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু জানান, ‘আমাদের ব্লকে বহু ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। সে বিষয় নিয়ে আমরা মানুষকে সচেতন করছি।

সেইসব পরিযায়ী শ্রমিকদের থার্মাল টেস্টিংয়ের মাধ্যমে তাদেরকে সুরক্ষিত জায়গায় রাখা হচ্ছে ১৪ দিন। তবে সেই বিষয় নিয়ে এলাকার মানুষকে আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই। আমরা সবসময় তৈরি রয়েছি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।’ এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও মদন মণ্ডল সহ কোলাঘাট পুলিশ প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here