নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে তিরিশ ফুট উঁচু তে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত উঁচু থেকে পড়ে গিয়ে আহত হয়ে মারা যান তপন অধিকারী। বয়স আনুমানিক ৫৮বছর। জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি কলকাতাতে, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্য রয়াল কোম্পানির ওয়েল্ডার হিসেবে কাজ এ নিযুক্ত ছিলেন তিনি।
তপন অধিকারী কে আহত অবস্থায় উদ্ধার করে তমলুক হাসপাতাল নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। খবর পেয়ে তমলুক হাসপাতাল ছুটে জান শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির তৃণমূলের বহিষ্কৃত নেতা দিবাকর জানা, তিনি বলেন বহুদিন ধরে তপন বাবুর সাথে একটি সংগঠনে কাজ করেছি।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় ভেজাল দুধের কারবার রুখতে বাজারে হানা
বর্তমানে আমি বহিস্কৃত হলেও মানসিক দিক দিয়ে এই খবর পাওয়ার পর ভেঙে পড়েছিলাম। তাই ছুটে এসেছি, যদিও এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584