মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
পুজোর আগেই মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী সপ্তাহ থেকেই বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা। একথা জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত ৬ টি মেট্রো চালানো হবে।
বর্তমানে সোম থেকে শুক্রবার চলছে ২৪০ টি মেট্রো। সোমবার আপ ও ডাউন লাইনে চলবে ২৪৬টি মেট্রো।পরিবর্তন করা হয়েছে শেষ মেট্রোর সময়। বর্তমানে রাত ৯টায় দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে ছাড়ছে শেষ মেট্রো। সোমবার থেকে সাড়ে ন’টায় দমদম ও কবি সুভাষ থেকে শেস মেট্রো পাওয়া যাবে। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা ১৮ মিনিটে। তবে মেট্রো পরিষেবা শুরুর সময়ের কোনও রকম পরিবর্তন হয়নি। একইভাবে শনি ও রবিবার শুধুমাত্র চলবে স্টাফ স্পেশ্যাল মেট্রো।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত কেরল ও বাংলার ৩৪ পড়ুয়া, বন্ধ করা হল বেঙ্গালুরুর নার্সিং কলেজ
করোনার দ্বিতীয় ঢেউ সরে যেতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই দুর্গাপুজো। জাঁকজমকভাবে না হলেও কেনাকেটার ভিড়টা থাকছেই। করোনাকালে বেশি ভিড় বা জমায়েত করাও উচিৎ নয়। তাই ভিড় এড়াতে মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই কারণেই আগামী সোমবার থেকে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা ও মেট্রো পরিষেবার সময়সীমা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584