নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনাভাইরাসের দাপটে নাজেহাল জনজীবন। বাঙালির প্রত্যেকটা উৎসবেই বাধা হয়ে দাঁড়াচ্ছে কোভিড-১৯। এবার দুর্গাপুজোতেও করোনা কাঁটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো হতে আর মাত্র দু’মাস বাকি। কিন্তু কীভাবে উদযাপন সম্ভব? একে রাজ্যে এই মারণ ভাইরাস, তার উপর সামাজিক দূরত্ব বিধি। দুর্গাপুজোর মত জনসমাগম উৎসব আয়োজন করা তো আর মুখের কথা নয়।
এবার তাই পুজোর কথা মাথায় রেখেই নতুন এক রকমের পরিকল্পনা করল কলকাতার তিনটি দুর্গাপুজো কমিটি। এবার ‘ড্রাইভ-ইন দর্শন’ করবে কলকাতাবাসী। এমনটাই জানিয়েছে দক্ষিণ কলকাতার বেশ কিছু পুজো কমিটি। সেক্ষেত্রে ১ কিলোমিটার লম্বা রাস্তার দুপাশে পর পর থাকতে পারে নামি পুজো কমিটিগুলির মণ্ডপ। রাস্তা দিয়ে ধীরে ধীরে গাড়ি চালিয়ে গেলেই দেখা হয়ে যাবে সমস্ত ঠাকুর। গাড়ি থেকে নামতেও হবে না দর্শকদের।
পরিকল্পনা অনুসারে প্রথমে বাদামতলা আষাঢ় সংঘ, তার পর ৬৬ পল্লি ও শেষে নেপাল ভট্টাচার্য স্ট্রিট দুর্গাপুজো দেখতে পাবেন সাধারণ মানুষ। রাস্তা দিয়ে পূর্ব দিক থেকে পশ্চিমদিকে গাড়ি চালিয়ে গেলেই পর পর দেখা যাবে ঠাকুরগুলি।
আরও পড়ুনঃ সংগ্রাম অব্যাহত থাকবে, আদিবাসী দিবসের অনুষ্ঠানে জানালেন শুভেন্দু
তিনটি পুজোকে একই থিমের বাঁধনে বাঁধতে চলেছেন পুজোর উদ্যোক্তারা। তিনটিরই থিম হবে অপুর সংসার। বাদমতলার মণ্ডল সাজবে ‘পথের পাঁচালি’র আদলে। ৬৬ পল্লি সাজবে ‘অপরাজিত’-য় আর নেপাল ভট্টাচার্য স্ট্রিট সাজবে ‘অপুর সংসারে’।
বাদামতলা পুজো কমিটির কর্মকর্তা কপিল দেব পাঠক বলেন, “সামাজিক দূরত্ব বিধি অত্যন্ত প্রয়োজনীয়। তাই প্যান্ডেলে ভিড় জমতে দেওয়া যাবে না কোনওভাবেই। আমাদের বাদামতলার মূল কর্তা মৃদুল পাঠক এই ড্রাইভ-ইন পরিকল্পনার কথা বলেন ভিডিও কনফারেন্সিংয়ে।” তবে পুজো প্যান্ডেলে স্যানিটাইজিংয়ের সমস্ত ব্যবস্থা রাখা হবে বলেই জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584