চলতি মাসেই শুরু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর মহড়া

0
64

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

পুজোর আগেই শিয়ালদহ ছুটবে মেট্রো। জানা গিয়েছে, জুলাইতেই ফুলবাগান ও শিয়ালদহের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর মহড়া দৌড় শুরু করতে চান কর্তৃপক্ষ। এরপর সব ঠিকঠাক থাকলে অক্টোবরের আগেই সাধারণ মানুষের জন্যে পরিষেবা চালু করে দিতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ।

East West Saltlake metro
ছবি: সংগৃহীত

আপাতত ফুলবাগান থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত শুধু পূর্বমুখী সুড়ঙ্গটিই ব্যবহার করা যাবে। ফুলবাগান-শিয়ালদা রুটে মেট্রো চলাচল যাত্রীদের জন্যে কতটা নিরাপদ, তা নিশ্চিত করতে তৃতীয় কোনও সংস্থার শংসাপত্র প্রয়োজন। এরপর কমিশনার অব সেফটির পরীক্ষাতেও পাশ করতে হবে এই রুটকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে পুজোর সময়ে অক্টোবরে চালু হয়ে যাবে মেট্রো।

ট্রেন চালানোর আগে সিগন্যালিং, বিদ্যুৎ সরবরাহ এবং প্ল্যাটফর্ম স্ক্রিনডোরের কাজও শেষ করতে হবে। নিরাপদে ট্রেন চালাতে ধর্মতলা অভিমুখে পূর্বমুখী সুড়ঙ্গের অন্তত ১০০ মিটার ব্যবহারের প্রয়োজন পড়বে। তবে সবই নির্ভর করছে মহড়া দৌড়ের সাফল্যের উপরে। জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে যাত্রীদের যাতায়াতে সুবিধার জন্য থাকছে ৯টি সিঁড়ি। এসকালেটর থাকছে ২৮টি। এছাড়াও স্টেশনে থাকছে ২৭টি টিকিট কাউন্টার।

আরও পড়ুনঃ মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বানে বিধ্বস্ত ধর্মশালা সহ হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল

বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা টিকিট কাউন্টার থাকছে। স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য থাকছে ৫টি লিফট। মেট্রো স্টেশনে ৩টি প্ল্যাটফর্ম থাকছে। কর্তৃপক্ষ মনে করছেন, আগামী ৪ মাসের মধ্যে শেষ হবে শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরির বাকি কাজ।

আরও পড়ুনঃ নিট-ইউজি ২০২১-র পরীক্ষা ১২ সেপ্টেম্বর, আগামীকাল থেকে অনলাইনে আবেদন

শিয়ালদহ স্টেশনের গায়েই তৈরি হচ্ছে এই ভূ-গর্ভস্থ মেট্রো স্টেশন। শিয়ালদহ মেট্রো স্টেশনের একদিকে থাকছে ফুলবাগান, আবার অন্যদিকে থাকছে এসপ্লানেড জংশন স্টেশন। ফলে কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে এই শিয়ালদহ স্টেশনের গুরুত্ব অনেকটা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here