নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কলকাতা হাইকোর্ট প্রশাসনের তরফে সুপ্রীম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে জানতে চাওয়া হলো প্রধান বিচারপতির এক্তিয়ার ঠিক কতটা।
সম্প্রতি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একটি মামলার ভার্চূয়াল শুনানির সময় প্রযুক্তিগত কিছু সমস্যা দেখা দেওয়ায় কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের দৃষ্টি আকর্ষণ করেন এবং হাইকোর্টের ভার্চুয়াল মাধ্যম দেখভালের দায়িত্বে থাকা প্রজেক্ট কো-অর্ডিনেটরকে শো-কজ নোটিস পাঠান। সেই নোটিসের কপি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও পাঠানো হয়।
আরও পড়ুনঃ ‘টিকার দীর্ঘলাইনে কেন দাঁড়াতে হচ্ছে বয়স্কদের?’ টিকা নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য
এই পরিস্থিতিতে হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশাসনিক ক্ষমতা কী এবং বিচারপতিদের বিচার্য বিষয় নির্ধারণ হবে কীভাবে? জানতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হল কলকাতা হাইকোর্টের তরফে। এ বিষয়ে একটি ‘স্পেশ্যাল লিভ পিটিশন’ দায়ের করেছেন রেজিস্ট্রার জেনারেল অনন্যা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584