২০২১ বিধানসভা ভোটের আগেই হতে পারে কলকাতা পুরভোট !

0
91

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কবে হবে পুর নির্বাচন? তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ফিরহাদ হাকিম জানান, এই মূহুর্তে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কোন বৈঠক কর্মসূচি নেই। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে পাঠানো নোটিশের জবাব দিয়েছে কর্তৃপক্ষ, জানান তিনি।

vote | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, করোনা আবহে থমকে গিয়েছে পুরভোট। এবার আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে বা মার্চের প্রথম দিকে কলকাতা পুরভোট হতে পারে। এমনটাই জল্পনা উঠেছে প্রশাসনিক মহলে।এদিকে সুপ্রিমকোর্টে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে জানুয়ারি মাসের মধ্যেই রাজ্য ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে।

আরও পড়ুনঃ অফিস টাইম ছাড়া আর লাগবে না মেট্রোর ই-পাস, আমজনতার চিন্তা কমল

এই নিয়ে কলকাতা পুরসভার তরফের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে ভোট করানো সম্ভব না হলে স্বাধীন নিরপেক্ষ প্রশাসক নিয়োগ করতে হবে বলে বিচারপতিরা জানিয়েছিলেন। এদিকে কলকাতা পুরসভায় কবে ভোট হবে তা ১০ দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যথায় এবার কলকাতা পুরসভার মাথায় স্বাধীন প্রশাসক বসাতে হবে।

সুপ্রিম কোর্টের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উপযুক্ত জবাব দেওয়া হবে, পুর কর্তৃপক্ষের তরফে জানিয়েছেন ফিরহাদ হাকিম। কিন্তু কবে পূরণ হবে এবং তা বিধানসভা ভোটের আগে হবে কিনা সেই বিষয়ে আলোকপাত করেননি তিনি। এমনকি এই নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসার কোন পরিকল্পনা এই মূহুর্তে রাজ্য সরকারের নেই বলে জানান তিনি।

আরও পড়ুনঃ দুয়ারে সরকার কাজে বাধার অভিযোগ বাম কো-অর্ডিনেটরের

আসন্ন বছরে মার্চের শেষের দিকে বা এপ্রিলে হতে পারে বিধানসভা নির্বাচন। তার আগেই পুরসভা নির্বাচন করিয়ে নিতে চাইছে রাজ্য সরকার এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেছেন ফিরহাদ হাকিম জানা গেছে এমনটাই।

সূত্রে খবর, রাজ্যের অন্যান্য পুরসভাগুলি নয়, শুধুমাত্র কলকাতা পুরসভা নির্বাচন আপাতত করতে চাইছে প্রশাসন। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য পুরসভা গুলিকে বাদ দিয়ে শুধুমাত্র কলকাতা পুরসভার নির্বাচনের কথা ঘোষণা করলে আদালতে জনস্বার্থ মামলার মুখে পড়তে হতে পারে প্রশাসনকে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here