কলকাতা পুরনিগমের জলের পাইপ ফেটে বিপত্তি আরজি কর হাসপাতালের কাছে

0
91

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

আরজি কর হাসপাতালের কাছে কলকাতা পুরনিগমের জলের পাইপ ফেটে দেখা দিল বিপত্তি। হাসপাতালের থেকে মাত্র সাতশো আট মিটার দূরে নীলমনি মিত্র রোডে পাইপ ফেটে যায়। রবিবার রাতে মাটির তলায় ষাট ইঞ্চি জলের পাইপ ফেটে যায়।

traffic jam | newsfront.co
নিজস্ব চিত্র

ঠিক হতে তিন চার দিন লাগবে বলে খবর পাওয়া গেছে। এর ফলে জল ঢুকে যায় হাসপাতালের ভেতরে। গাইনো বিভাগে প্রথমে জল ঢুকে যায়। এই ঘটনায় চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। রবিবার রাতে পাম্প চলাকালীন বিপর্যয় ঘটে যায়। সোমবার সকাল থেকে জল জমা শুরু করে। আপাতত যুদ্ধকালীন তৎপরতায় এই এলাকায় সব পাম্পিং স্টেশন চালিয়ে সব জল বের করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু গান্ধীজির প্রপৌত্র সতীশ ধুপোলিয়ার

r g kar hospital | newsfront.co
দুর্ভোগ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মমতাকে টুইট আক্রমণ অমিত মালব্য’র, কটাক্ষ কৈলাসেরও

হাসপাতাল সূত্রে জানা গেছে, আরজি কর হাসপাতালের প্রসূতি বিভাগ, সার্জারি বিভাগ, অ্যানাটমি, কার্ডিওলজি এবং প্রশাসনিক ভবনের রাস্তায় সোমবার সকাল থেকে থই থই জল। ক্রমেই তা বেড়েই চলেছে। হাসপাতাল সূত্রে আরো খবর, লেডিজ হোস্টেলের পিছনে পুরসভা জলের পাইপও ফেটে যায়।

পাশেই পুরসভার নিকাশি জলের আউটলেট রয়েছে। দুই জল মিলেমিশে একাকার। জমা জলে ভাসছে আবর্জনা। চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তার পরিবার। জল ডিঙিয়েই যাতায়াত করতে হচ্ছে রোগী ও তাদের পরিবারকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here