মাস্ক নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের

0
68

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কেন্দ্র সরকার লকডাউনে কিছুটা ছাড় ঘোষণা করতেই রাস্তায় অফিস যেতে বা ব্যবসার কারণে নেমে পড়েছে সাধারণ মানুষ। রাস্তায় দেখা মিলছে স্কুটার, বাইক, সরকারি বাস, অটো, ট্যাক্সি সহ অনান্য যানের। কিন্তু দেখা যাচ্ছে, এই সব যানবাহনের করে যাওয়া মানুষদের বা পথচারীরা সকলেই মাস্ক ব্যবহার করছেন না। অনেকেই আবার মাস্ক না পরে তা পকেটে পুরে, বা কানে ঝুলিয়ে বা চোয়ালের তলায় করে ঘুরে বেড়াচ্ছেন। তাই কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা এবার নির্দেশ দিলেন, ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশদের অবশ্যই মাস্ক নিয়ে কড়া ব্যবস্থা নিতে হবে।

kolkata police | newsfront.co
নিজস্ব চিত্র

কমিশনার নির্দেশ দিয়েছেন, যদি কারও সঙ্গে মাস্ক না থাকে, তাহলে তার হাতে যেন মাস্ক ধরিয়ে দেওয়া হয়। অনুজ শর্মার এই নির্দেশের পরেই দেখা যাচ্ছে, কলকাতার রাস্তাঘাটে মাস্ক বিলি করছে পুলিশ। এটাও বলা হয়েছে এরপরেও যদি সেই ব্যক্তি মাস্ক না পড়েন, তাহলে তার বিরুদ্ধে সরকারি আইন লঙ্ঘনের নির্দিষ্ট আইনি ধারায় ব্যবস্থা নিতে পারবে পুলিশ।

mask distribute | newsfront.co
নিজস্ব চিত্র

কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা জানিয়েছেন, প্রত্যেক শহরবাসী যাতে রাস্তায় মাস্ক পরে নামেন, সেই বিষয়ে পুলিশকেই নজর দিতে হবে। কারও মুখে যদি মাস্ক না থাকে, তবে তা দিতে হবে পুলিশকেই। তা সে পথচারী হোক কিংবা গাড়ির চালক অথবা আরোহী। রাজ্য সরকারের নির্দেশ যাতে প্রত্যেকেই মেনে চলেন, সেই বিষয়টি পুলিশকে দেখতে হবে।

আরও পড়ুনঃ মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলোকে পরিষেবা দ্রুত স্বাভাবিকের নির্দেশ ক্রেতা-সুরক্ষা মন্ত্রীর

অনুজ শর্মার এই নির্দেশের জেরেই কলকাতার রাস্তায় থাকা পুলিশকর্মীরা বেশ কড়া ভাবেই নজর রেখে চলেছেন, রাস্তায় বা কোনও গাড়িতে কেউ মাস্ক ছাড়াই ঘুরতে বেড়িয়েছেন কিনা। যাকেই মাস্ক ছাড়া পুলিশ দেখতে পাচ্ছে, তাঁকেই এখন মাস্ক পরিয়ে দিচ্ছে পুলিশ। তাঁদেরকে একথাটাও জানিয়ে দেওয়া হচ্ছে যে মাস্ক এখন অত্যাবশ্যক। প্রথমে নরম মনোভাবে কাজ না হলে তবেই কঠিন মনোভাব নেবে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here