করোনার জেরে এবারের রথযাত্রায় অমিল চেনা অনুষঙ্গ! বিপুল খামতি উৎসাহেও

0
36

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাত পোহালেই রথযাত্রা। ভারতবাসীর হিন্দু সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রথযাত্রা। প্রাচীনকাল থেকে রথযাত্রা তিনি ঘরে মাটি দিয়ে দুর্গা পুজোর জন্য প্রথম কাঠামো বানানো শুরু হয়। কিন্তু এবারে করোনা পরিস্থিতির কারণে সমস্ত উৎসবের মতো ঘাটতি পড়তে চলেছে রথযাত্রার চেনা উৎসাহেও।

ratha yatra | newsfront.co
সংবাদ চিত্র

শেষমেশ দেশের সর্বোচ্চ আদালত শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রার অনুমতি দিলেও শতাব্দী প্রাচীন মাহেশের রথের ঢাকা ঘুরছে না, ইসকনের রথযাত্রাও স্থগিত। আরও ছোট বড়ো রথযাত্রা এবার হচ্ছে না। আর তার জেরে রথের দিনের চেনা অনুষঙ্গ মেলাটাই এবার নেই।

আরও পড়ুনঃ করোনা আবহে বন্ধ মহিষাদলের রথযাত্রা, নিয়মমাফিক পালিত হল লেথ উৎসব

এই প্রথমবার শহর কলকাতায় বসবে না রথের মেলা। এই রথযাত্রা ঘিরে কত স্মৃতি , পাপরভাজা, জিলিপি, রথের ভেঁপু। উত্তর কলকাতার হাতিবাগানে আসে যশোমাধবের রথ। রথে থাকতেন শ্রীবিষ্ণু, রূপোর চালঢিত্রে চতুর্ভুজ দারুমূর্তি। আর একটি নজরকাড়া রথ আসে দেশবন্ধু পার্কে। রথের জগন্নাথ, বলরাম, সুভদ্রার, সামনে নাড়ু হাতে গোপাল ঠাকুর। মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দীদের কাশিপুরের বাড়ি থেকেও ( এখন সশস্ত্র পুলিশের ব্যাটেলিয়ান) রথ আসে চুনিবাবুর বাজারের কাছে । বিটি রোডের দুধারে মেলা বসে। মৌলালিতে রথের মেলায় এখনও হরেক রকম পাখি পাওয়া যায়।

আদতে শিয়ালদা স্টেশন এখন যেখানে সেখানে আগে হতো শেঠেদের রথযাত্রা , মেলা। পরে সেই মেলাই মৌলালিতে সরে এসেছে। আর কামারহাটির কাছে রথতলার নামই হয়েছে রথের মেলাকে কেন্দ্র করে। এখানে নানা জাতের ফুল কিনতে ভিড় করেন মানুষ।

আরও পড়ুনঃ শুধুমাত্র পুরীতেই রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

এবার কোথাও বসবে না মেলা, আসবেন না উৎসব মুখর মানুষ। সুলতানি আমল থেকে চলে আসা মাহেশের রথযাত্রা এবার বন্ধ। ৬২৪ বছরে প্রথমবার রথের রশিতে পড়বে না টান।

যে রথযাত্রার সঙ্গে জড়িয়ে অনেক কিংবদন্তি। ইসকনের রথযাত্রাও এবার স্থগিত। দুধের স্বাদ ঘোলে মেটাতে ভার্চুয়াল রথযাত্রার ব্যবস্থা করেছেন ইসকন।আপাতত এবারের রথযাত্রা স্মৃতি রোমন্থনের। আবার একটা বছরের প্রতীক্ষা সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এবং আবার রথের মেলার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here