এ বছর অস্কার মনোনয়নে ভারতের ‘কুড়ঙ্গল’

0
46

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

‘শেরণী’, ‘সর্দার উধম’-এর মতো ছবিকে পিছনে ফেলে অস্কার ২০২২-এ মনোনীত হয়েছে ভারতের তামিল ছবি ‘কুড়ঙ্গল’। কলকাতার বিজলি সিনেমাহলে মোট ১৪ টি ছবি দেখেন ১৫ জন বিচারক। প্রাথমিকভাবে বাছাই করা ওই সেরা ১৪ টি ছবির তালিকায় উঠে এসেছিল ‘শেরণী’, ‘সর্দার উধম’-এর মতো ছবি।

Oscar award
ছবিঃ সংগৃহীত

সেরার তালিকায় ছিল মালায়ালি ছবি ‘নয়াট্টু’ এবং তামিল ছবি ‘মন্দেলা’-ও। কিন্তু এগুলোকে ফেলে রেখে ২০২২-এর বেস্ট ইন্টারন্যাশানাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য যাচ্ছে পিএস ভিনোথরাজ পরিচালিত তামিল ছবি ‘কুড়ঙ্গল’। পরিচালনার পাশাপাশি এই ছবির গল্পও লিখেছেন পিএস ভিনোথরাজ। ছবিতে সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন ইউভান শঙ্কর রাজা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ছেল্লাপণ্ডি ও কারুথথাদাইয়া।

ছবিটিতে সংলাপ অনেক কম রয়েছে। নৈঃশব্দ্যই বলে দেবে ছবির গল্প। এখানে ছবির ভাষাই যেন অনেক কিছু ব্যক্ত করে দেয়। আর ঠিক এই কারণেই অন্য সমস্ত ছবিকে পিছনে ফেলে অস্কারে মনোনয়ন পেয়েছে তামিল ছবি ‘কুড়ঙ্গল’। এমনটাই জানালেন জুরি বোর্ডের সদস্য অনন্যা চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ আদিত্য চোপড়ার হাত ধরে ফের জাদু দেখাবে রাজ-সিমরন জুটি

জুরি বোর্ডে ছিলেন পরিচালক-সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিটি সম্পর্কে তিনি বলেন, “ছবিটা অত্যন্ত সৎ এবং আড়ম্বরহীনও বটে। একেবারেই অল্প সংলাপের মাধ্যমে ছবিটা একটা অদ্ভুত বার্তা দিয়ে যায়।”

আরও পড়ুনঃ প্রকাশ্যে এল টুম্পা সোনা অডিও টিম-এর নতুন গান ‘স্বপ্নে দেখা রাণী’

২০২২ সালের ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে চলেছে অস্কার। এই অস্কারেই মনোনীত হয়েছে তামিল ছবি ‘কুড়ঙ্গল’। অস্কার মনোনয়নের খবর পেয়ে উচ্ছ্বসিত ছবির পরিচালক, প্রযোজক-সহ গোটা টিম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here