মনিরুল হক, কোচবিহারঃ
এবার অসহায় মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ময়দানে নামল পুলিশ। শনিবার কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় নিজে গিয়ে কোচবিহার শহরের ৬ নং ওয়ার্ড সংলগ্ন কলাবাগান গ্রাম পঞ্চায়ত এলাকায় লকডাউনের জেরে খাদ্য সংকটে থাকা বাসিন্দাদের চাল,আলু ইত্যাদি খাদ্য সামগ্রী বিলি করেন।
করোনা সংক্রামক ঠেকাতে দেশ জুড়ে ১১ দিন ধরে লক ডাউন চলছে। প্রাথমিক ভাবে ১৪ এপ্রিল পর্যন্ত ওই লক ডাউন চলবে। এই দীর্ঘ সময় কাজ হারিয়ে টোটো- অটো চালক, দিন মজুর সহ দিন আনা দিন খাওয়া বহু মানুষ এখন খাদ্য সংকটে ভুগছেন।
আরও পড়ুনঃ টিফিনের টাকা জমিয়ে করোনা মোকাবিলার ত্রাণ তহবিলে দান দুই ছাত্রীর
রাজ্য সরকার রেশনে বিনামূল্যে ও স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী বন্টন করছেন ঠিকই, কিন্তু কার্ডের চক্করে সেই সুবিধা সকলেই যে পাচ্ছেন না,সেই অভিযোগও রয়েছে।তবে রাজনৈতিক দলের নেতা কর্মী, স্বেচ্ছাসবী সংগঠন গুলো খাদ্য সামগ্রী বণ্টন করলেও দীর্ঘ সময়ের এই লকডাউনে তা পর্যাপ্ত হয়ে উঠেছে না।
এই অবস্থায় পুলিশকেও অসহায় মানুষদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়াতে দেখে খুশি বাসিন্দারা। তবে এ নিয়ে কোচবিহার কোতোয়ালি থানার আইসির কোন মন্তব্য পাওয়া যায় নি।তবে থানার এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584