সায়ন্তন বসু সহ শতাধিক বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা পুলিশের

0
153

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বেআইনিভাবে জমায়েত করার অভিযোগে বিজেপি নেতা সায়ন্তন বসু, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাস সহ প্রায় ১০০ জন বিজেপির নেতা ও কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করল কোতয়ালী থানার পুলিশ ।

Sayantan Basu | newsfront.co
ফাইল চিত্র

ভারতীয় দণ্ডবিধির ১৪৩,১৮৮ও ৩৪ ধারায় বিজেপি নেতাদের বিরুদ্ধে কোতয়ালী থানার পুলিশ মামলা দায়ের করেছে। উল্লেখ্য, শনিবার বিজেপি কর্মী পবন জানার মৃতদেহ কলকাতা থেকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পল্লীতে বিজেপির জেলা কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা পবন জানার মরদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

যার ফলে কয়েক হাজার মানুষের সমাগম হয়। করোনা পরিস্থিতিতে বেআইনিভাবে বিজেপি জমায়েত করেছে বলে অভিযোগ করে কোতয়ালী থানার পুলিশের পক্ষ থেকে সায়ন্তন বসু সহ অন্যান্য বিজেপি নেতাদের নামে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ ক্রমশ অবনমনের দিকে বিশ্বভারতী

যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সায়ন্তন বসু সহ শতাধিক বিজেপির নেতাকর্মীর নামে মামলা দায়ের প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাস বলেন প্রতিদিন হাজার হাজার দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ ও তৃণমূল মিথ্যা অভিযোগ দায়ের করছে। বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বিজেপিকে আটকানো যাবেনা।

আগামী দিনে মানুষ এর যোগ্য জবাব দেবে। তিনি বলেন, “আমার বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ করা হয়েছে। তা বলে আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসব না আমরা তৃণমূলের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাব।” অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “পুলিশের এই উদ্যোগ ভালো উদ্যোগ, অনেক আগেই বিজেপি নেতা সায়ন্তন বসুর জেলে থাকা উচিত ছিল, সেদিনটা আর বেশি দিন বাকি নেই, আগামী দিনে ওকে জেলে কাটাতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here