মনিরুল হক, কোচবিহারঃ
ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসকে ‘কৃষক বাঁচাও দিবস’ হিসেবে উদযাপন করার পাশাপাশি এসডিও অফিসের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভে বসল জাতীয় কংগ্রেস। শনিবার দীর্ঘ দু’ঘন্টা দিনহাটা এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন দিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসের পাশাপাশি সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৫ তম জন্ম দিবস পালিত হয় ওই মঞ্চে।
এদিন ওই বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলা সভাপতি কেশব চন্দ্র রায়, দিনহাটা ২ ব্লক সভাপতি মাসুদ হাসান, জেলা সাধারণ সম্পাদক কমল দাশগুপ্ত, আছির উদ্দিন মিয়া, আলতাব হোসেন সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ কোচবিহারে হারিয়ে যাওয়া মোবাইল ফেরাল পুলিশ
শনিবার এসডিও অফিসের সামনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের জেলা সভাপতি কেশব চন্দ্র রায় কঠোর ভাষায় বিজেপি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা দুর্নীতির কথা তুলে ধরেন।
এদিন কেশববাবু বলেন, “কেন্দ্রে দাদার সরকার ও রাজ্যে দিদির সরকার মিলেমিশে একাকার। এই দুই সরকার মুদ্রার এপিঠ আর ওপিঠে পরিণত হয়ে উঠেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584