চালু হল ‘কুকড়াহাটি-রায়চক ফেরি সার্ভিস’

0
362

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে হুগলী নদীর জলপথে, ‘কুকড়াহাটি-রায়চক ফেরি সার্ভিস’ চালু হল। আমপান ঘূর্ণিঝড়ে ২০শে মে কুকড়াহাটি জেটিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর জেটিটি পুনঃনির্মাণ করলো।

ferry service | newsfront.co
চালু কুকড়াহাটি – রায়চক ফেরি সার্ভিস। নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার মানুষ গুরুত্বপূর্ণ এই জলপথে বেশি যাতায়াত করেন।
উল্লেখ্য, ১৯৮০ সালের ৭ই সেপ্টেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেন। হলদিয়া ও কলকাতা যাতায়াতের জন্য এটাই হল সবচেয়ে কম খরচ, কম সময় ও কম দূরত্বের পথ।

আরও পড়ুনঃ শিক্ষারত্ন পুরষ্কার পাচ্ছেন মুরালিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম

প্রতিদিন কয়েক হাজার মানুষ এই পথে যাতায়াত করেন। এতদিন তাদের কোলাঘাট হয়ে যাতায়াত করতে হত।
অন্যদিকে ‘কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার’ ফেরি সার্ভিসও বন্ধ রয়েছে। সেটি ৮ সেপ্টেম্বর চালু হবে বলে জানা গেছে।

এই পথেও পাঁচ হাজারের বেশী মানুষ প্রতিদিন যাতায়াত করেন। ‘কুকড়াহাটি-রায়চক’ ফেরি সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের কয়েক মাসের দুর্ভোগ দূর হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here