সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
করোনা আতংকের পর থেকে দেখা মিলছে না কুল্পি বিধানসভার বিধায়কের । দেখা নেই অসহায় মানুষের পাশে। ফলে বাসিন্দাদের ক্ষোভের মুখে কুল্পি বিধায়ক যোগরঞ্জন হালদার । ইতিমধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে কুল্পি ব্লক তৃণমূল যুব কংগ্রেস।
১৪ টি গ্রাম পঞ্চায়েতে মধ্য ছটি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই দেওয়া হয়েছে ত্রাণ। চাল ,ডাল ,আলু ,মুড়ি,তেল ,পিঁয়াজ, রেশনের ব্যবস্থা করে দিয়েছে তৃণমূল যুব কংগ্রেস । এদিন ঢোলা গ্রাম পঞ্চায়েত লক্ষ্মীনারায়নপুর হাইস্কুলে বিতরণ করা হয় ত্রাণ ।
আরও পড়ুনঃ করোনা সংক্রমণ ঠেকাতে যুবকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশের সহযোগিতা
সরকারি নিয়মে সামাজিক দূরত্ব মেনেই এই ত্রাণ বিতরণ করা হয়। যদিও স্থানিয়দের দাবি দেখানেই বিধায়ক যোগরঞ্জনের । তৃণমূল কংগ্রেস ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সর্মথকদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজ সেবী জহির উদ্দিন আহমেদ,ঢোলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কালিপদকামার ,প্রাক্তন উপপ্রধান আব্দুর রহিম কয়াল ,পঞ্চায়েত দলনেতা আবুল হোসেন কয়াল ১৪ টা বুথের সদস্যরা।
এ ছাড়াও ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তারকনাথ প্রামানিক, সহকারী সভাপতি অরুপ বৈদ্য , জেলা পরিশোধের সহকারী সভাপধিপতি পূর্নিমা হাজরা ,জেলা তৃণমূল যুব কংগ্রেস সদস্য নুরহাবিব পুরকাইত, জনস্বাস্থ্য কারীগরি দফতরের কর্মাধক্ষ্য রসিদ বিবি কয়াল সহ মুজাফর হোসেন খান ঢোলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি।
এদিন এই কর্মসূচিতে ১৮ টা বুথের প্রায় এক হাজার মানুষ ত্রাণ নিতে আসেন । এদিন এই ত্রাণে দুঃস্থদের চাল ৫ কেজি,ডাল ৫০০ গ্রাম ,আলু ২কেজি ,মাস্ক , পিঁয়াজ এক কেজি,সরষের তেল ২০০ গ্রাম করে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584