নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনার কারণে বন্ধ হয়ে যায় ধারাবাহিক, ওয়েব সিরিজ, বড় পর্দার ছবির শুটিং। পরিস্থিতি একটু নাগালে এলে শুরু হয় শুটিং। কিন্তু বন্ধ ছিল ওদের শুটিং। ওদের মানে শিশু শিল্পীদের।
সেই দলে রয়েছে লাড্ডু, উদিতা, অভিরূপ। এর আগে তারা নিজেদের মন খারাপের কথা নিজেরাই জানিয়েছিল নিউজ ফ্রন্ট-কে। লেখাপড়া আর ফ্লোর– এই হল ওদের অতি পরিচিত পরিধি। স্কুল বন্ধ থাকায় বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, দুষ্টুমি, খুনসুটি আজ এক্কেবারে বন্ধ ৷ বন্ধ ছিল শুটিং-ও।
তবে, এবার ওদের জন্য দরজা খুলেছে ফ্লোরের। অভিরূপ সেন অর্থাৎ ‘শ্রীময়ী’ ধারাবাহিকের বুকান ফিরেছে ‘জিয়নকাঠি’ ধারাবাহিকে। ওদিকে লাড্ডু আর উদিতা ফিরেছে ‘ডান্স ডান্স জুনিয়র-সিজন টু’-তে। সুতরাং এই তিন ছোটে ওস্তাদ আজ বেশ ব্যস্ত এবং বলাবাহুল্য তারা বেজায় খুশিও এখন।
কথা হল অভিরূপ সেনের মা ইপ্সিতা সেনের সঙ্গে। অভিরূপ বাবু তখন দাদুর বাড়িতে লুডো খেলায় মত্ত। অভিরূপের মায়ের কথায়- “ভীষণ মজায় আছে এখন ছেলেটা। মন তো পড়ে ছিল ফ্লোরেই। এতদিন পর ফিরে খুশি তো বটেই। স্কুলের অনলাইন ক্লাস গুলো অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ম্যাডামদের সঙ্গে কথা বলে নিয়েছি। শুটিং সেরে বাড়ি ফিরে পড়ছে। ‘জিয়নকাঠি’র টিম খুব ভাল। আমার একদিন লাঞ্চ নিয়ে যেতে দেরি হয়েছে। সেদিন ও দাদুর সঙ্গে গিয়েছিল শুটিঙে। পৌঁছে দেখি ওর অনস্ক্রিন ড্যাডি আর মাম্মা ওকে পিৎজা আর বিরিয়ানি খাওয়াচ্ছে। ছেলেটা সোমরাজ (ঋষি) আর ঐন্দ্রিলা (জাহ্নবী)-কে ড্যাডি আর মাম্মা বলেই ডাকে অফস্ক্রিনে। বাবা-মায়ের মিল করিয়ে দেবে অভিমন্যু অর্থাৎ অভিরূপ।
আছে আরও চমক। আমরা অপেক্ষায় আছি সেগুলো দেখার। তবে এটুকু বলতে খুব ইচ্ছে করছে সকলেই প্রায় জানেন অবশ্য, বাবা আর মায়ের বিয়ে দেবে অভিমন্যু। বাবার নিতবর হবে সে। আর বলব না। আগে ‘শ্রীময়ী’তে বুকানের চরিত্রে ছিল। কিন্তু স্টার জলসা এই মুহূর্তে দশ বছরের নিচের বাচ্চাদের ফিকশনে নিচ্ছে না। নন ফিকশনে নিচ্ছে।
তাই লাড্ডু আর উদিতা ফিরতে পেরেছে। আমি খুশি যে লীনা গঙ্গোপাধ্যায় আরও একবার অভিরূপকে চান্স দিলেন ওঁর কাহিনিতে। ‘জিয়নকাঠি’ লীনা গঙ্গোপাধ্যায়ের। এর সঙ্গে আরও একটা খবর জানিয়ে রাখি, সাউথের মুভিতে সিলেক্ট হয়েছে অভিরূপ। হিন্দিতে ডাবিং হবে ছবিটা। সেখানে অভিনয় করার চান্স পেয়েছে অভিরূপ।”
লাড্ডুর মা সঙ্গীতা সাহা জানান- “খুব মজায় আছে লাড্ডু। ওর প্রাণের জায়গা ফ্লোর। এখন লাড্ডু টিভিতে নিজের কাজ দেখতেই ব্যস্ত। খুব সাবধানতা মেনে চলা হচ্ছে ফ্লোরে। সুতরাং টেনশন নেই কোনও।
তাছাড়া এবার দর্শকের আসন নেই ‘ডান্স ডান্স জুনিয়র- সিজন টু’-তে। ফলে, ভিড়ভাট্টাও নেই। আমরা থাকছি ফ্লোরে। তবে, বেশ দূরে দূরে। ওদের মন ভাল হয়ে গেছে। এতেই শান্তি আমাদের৷”
আরও পড়ুনঃ ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্যা ইয়ার পুরস্কার পাচ্ছেন বিশ্বজিৎ
উদিতার মা রিঙ্কু মুন্সি জানান- “এতদিন পর ফ্লোরে ফিরে খুশি তো বটেই। প্রাণ ফিরে পেয়েছে যেন। খুব সাবধানতা মেনে চলা হচ্ছে ফ্লোরে। এটাই নিশ্চিন্তির বিষয়। মেয়ে মজায় আছে। তাই আমরাও খুশি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584