জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
করোনা থেকে ইয়াস! অক্সিজেন থেকে রক্ত বা শ্রমজীবী ক্যান্টিন। যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে বামপন্থী স্বেচ্ছাসেবী লাল বাহিনী রেড ভলেন্টিয়ার্সের সদস্যদের। এবারও সম্প্রীতির বার্তা দিতে এগিয়ে এলো লালবাগের রেড ভলেন্টিয়ার্স।
গতকাল লালগোলা থানা এলাকার বাসিন্দা গোলেনুর বিবি অসুস্থতার কারনে হাসপাতালে ভর্তি হয় এবং তার অপারেশনের জন্য ‘A’ পজেটিভ রক্তের প্রয়োজনে পরিবারের অনেকেই ব্লাড ব্যাংকে গিয়ে হন্যে হয়ে ঘুরেও রক্ত জোগাড় করতে না পেরে, শেষ পর্যন্ত রোগীর পরিবার এর পক্ষ থেকে লালবাগের রেড ভলেন্টিয়ার্সের সঙ্গে যোগাযোগ করলে, তৎক্ষণাৎ লালবাগ রেড ভলান্টিয়ার্স এর সদস্য কমরেড জি.এম নূরন্নবীরের সহযোগিতায় এবং কমরেড নূর হোসেন শেখের পক্ষ থেকে লালবাগ এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঘোষ এর সঙ্গে যোগাযোগ করা হলে, ইন্দ্রনীল ঘোষ প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মহামারীকে উপেক্ষা করেই লালবাগ ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন।
আরও পড়ুনঃ তমলুকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ
লালবাগ রেড ভলেন্টিয়ার্সের সম্পাদক নূর হোসেন সেখ বলেন, “অনেকেই আমাদের শূন্য বলে কিন্তু বিপদে ইন্দ্রজিৎ এর মতো হাজার হাজার রেড ভলেন্টিয়ার্স মানুষের যেকোনো বিপদে হাজির হচ্ছি, সবচেয়ে বড়ো কথা এখানে আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছি। আরো ভালো লাগছে যে আপনারা খোঁজ নিচ্ছেন। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584