জৈদুল সেখ, মুর্শিদাবাদ:
লালগোলায় যে কোনো মানুষের রক্তের সমস্যা হলে দীর্ঘদিন ধরেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রক্তযোদ্ধা নামে পরিচিত হয়ে উঠেছেন। লালগোলা রক্তযোদ্ধারা কনকনে শীতের রাত্রে যখন সবাই লেপমুড়ি দিয়ে গরম ধরাতে ব্যস্ত ঠিক তখনই এই সংগঠনের সদস্যরা শীতের রাতে বিভিন্ন এলাকার বাসস্ট্যান্ড, প্লাটফর্ম, ফুটপাত রাস্তায় ঘুরে ঘুরে ভবঘুরে থেকে শুরু করে অসহায় গরীব মানুষদের মধ্যে শীতবস্ত্র তুলে দিচ্ছেন।
সংগঠনের সদস্য সাহিল হোসেন (সুমন) বলেন, “কেবলমাত্র মাত্র লালগোলাতেই নয় মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত এই কর্মসূচিতে ৫০০ জন মানুষকে কম্বল দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।” পাশাপাশি শীতকে উপেক্ষা করে তারা রোগীদের রক্তদানের কাজ চালিয়ে যাবেন বলেও জানা গেছে। মূলত রক্ত দানের ফলে মানুষের মানুষের যে বন্ধন গড়ে তুলেছেন রক্তধারা সেই সূত্র ধরেই তাদের সংগ্রহে আছে ওই শীতবস্ত্র। তারা শুধু ঘুরে ঘুরে অসহায় মানুষগুলো হাতে তুলে দেন বস্ত্র।
সংস্থার কর্ণধার রবিউল ইসলাম বলেন, এর আগে বিভিন্ন উৎসবে দুঃস্থ দরিদ্র অসহায়দের হাতে তুলে দিয়েছেন নতুন জামাকাপড় এবার ভবঘুরে পরিচয়হীন মানুষগুলোকে শীত থেকে রক্ষা করতে এই উদ্যোগ নিয়েছি বলে জানিয়েছেন। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সবাই যখন নিজের নিজের নিয়ে ব্যস্ত শুরু করেছেন ঠিক তখনই লালগোলার এই রক্তযোদ্ধাদের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
আরও পড়ুনঃ টোটো চালকদের শীতবস্ত্র উপহার প্রদান কান্দির বিধায়ক অপূর্ব সরকারের উদ্যোগে
লালগোলা রক্তযোদ্ধা গ্রুপের রবিউল ইসলাম বলেন, অসহায় মানুষের কথা ভেবে এই উদ্যোগ আমাদের সংস্থার সদস্য সাহিল হোসেন সুমন, মোহাম্মদ আরিফ, মামুন শেখ, জিদান, পাঁচজন মিলে লালগোলার বিভিন্ন প্রান্তে এই বছরের কম্বল তুলে দেওয়ার সিদ্ধান্ত। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ ছাড়াও লালগোলার রক্তযোদ্ধারা দীর্ঘদিন থেকে অসহায় মূর্মুর রোগীর রক্ত জোগাড় করে দেওয়ার জন্য মানুষের কাছে পরিচিত মুর্শিদাবাদ জেলা লালগোলা রক্তযোদ্ধা স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠন হয়ে উঠেছে সেই কাজ চলবেই বলে জানিয়েছেন।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতির কারনে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বিশেষ নির্দেশিকা, ৯ই জানুয়ারি থেকে কার্যকর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584