পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জ থানার ফরিদপুর গ্রামে। একখন্ড জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষের মৃত্যু হল এক যুবকের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন জন। এই ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত ব্যক্তির নাম তয়াবুর রহমান, আহত হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তৈয়ব আলী,আয়ুব আনসার ও সইদুর রহমান।এরা সকলেই মৃতের দাদা।
পুলিশসূত্রে জানা গিয়েছে, ফরিদপুর প্রাথমিক স্কুলের পাশে এক খন্ড চাষের জমি নিয়ে বিবাদ চলছিল মৃত তয়াবুব ও পাশের বাড়ি দলিল মিঞ্জার পরিবারের মধ্যে। সেই বিবাদ রবিবার মাঝ রাতে সংঘর্ষের চেহারা নেয়।মৃত যুবকের পরিবার মাঝ রাতে এই বিতর্কিত জমিতে ঘর তোলার কাজ করছিল। রাত ২টা নাগাদ তা জানতে পেরে বাধা দিতে যায় দলিল মিঞ্জার পরিবার। এতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংর্ঘের সময় বুকে কোন ধারালো যাতীয় অস্ত্রের আঘাত পায় তয়াবুর। আহত হয় অনান্য তিন ভাই। সংঘর্ষে আহতদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করে তয়াবুরকে। অপর তিন জনের অবস্থা আশঙ্কা জনক থাকায় রাতেই রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়েই রাতেই বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে।
আরও পড়ুনঃ কান্দিতে জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলিবিদ্ধ ছাত্র
এলাকায় উত্তেজনা থাকায় একাকার পুলিশ পিকেট বসানো হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে দলিল মিঞ্জা সমেত ১২ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584