সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
আজ সোমবার দুপুরে জলঙ্গী বিধান সভার ৩৯ জন ভূমিহীনদের হাতে পাট্টা প্রদান করলেন জলঙ্গি বিডিও অফিসে। এদিন পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক,বি এল আর ও নীলাঞ্জন দাস,বিডিও শোভন দাস,পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার,সহ সভাপতি মো ইউসুফ আলী সহ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সহ জন প্রতিনিধি গণ মিলে ভূমিহীনদের হাতে পাট্টা প্রমাণপত্র তুলে দিলেন এদিন।
এদিন এক পাট্টা প্রাপক জানান যে দীর্ঘ কয়েক বছর ধরে অন্যর জমিয়ে ভাড়া ভাবে থাকতেন। তার পরে বিধায়ক কে বিষয়টা জানালে তখন আশ্বাস দেন যে তাদের ভূমির জন্য ব্যবস্থা করছি।তার পরে এদিন পাট্টা প্রমাণপত্র হাতে পেয়ে বিধায়ক কে ধন্যবাদ জানান।
আরও পড়ুনঃ এলাকার সাফাই কর্মী ও নৈশ প্রহরীদের ইফতার সামগ্রী বিতরণ করলেন ডোমকল এসডিপিও
বিধায়ক বলেন, “আমরা শুধু উন্নয়নে বিশ্বাসী তাই কোনো ভোট প্রচার নয়।মানুষের সমস্যার কথা শুনে সমস্যার সমাধান করার চেষ্টায় আজ ৩৯ জনকে পাট্টা প্রদান করা হলো।আগামীতে আমরা আরো বেশি করে উন্নয়নের কাজ করবো বিধান সভায়।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584