মুখ‍্যমন্ত্রীর নির্দেশে খাস মহলবাসীদের হাতে খসড়া ও পড়চা তুলে দিল ভূমি সংস্কার দপ্তর

0
132

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

দীর্ঘদিনের দাবি মত মেদিনীপুর সদর ব্লক ও খড়গপুরের খাস মহলের মানুষদের হাতে খসড়া ও পড়চা তুলে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মতই বৃহস্পতিবার রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এর উদ্যোগে খসড়া ও পরচা বিলি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।

Land Reforms department giving porcha to public | newsfront.co
পড়চা ও খসরা দিচ্ছেন ভূমি সংস্কার দপ্তর। নিজস্ব চিত্র

জেলাশাসকের কনফারেন্স হলে আলাদা ভাবে ৫০জনের হাতে জমির কাগজ এদিন তুলে দেওয়া হয়।
এবিষয়ে জেলাশাসক রেশমি কমল জানিয়েছেন, “১৬৭০ একর জমিতে বসবাসকারী ১০৮৯১ জনের হাতে তুলে দেওয়া হবে জমির পরচা। ইতিমধ্যেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সার্ভে করে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তুলে দেওয়া হবে জমির কাগজ”।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত হলে এখন থেকে মিলবে স্বাস্থ্যবিমার সুবিধা

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সময়ে জেলায় এসে খাসমহলের মানুষদের হাতে পাট্টা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনকি জরুরী ভিত্তিতে পাট্টা তুলে দেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই দ্রুততার সাথে পদক্ষেপ করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।

চলতি মাসের ২৪ তারিখ থেকে খাসমহলের পঞ্চায়েত কার্যালয়গুলি থেকেই বাকি প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে জমির কাগজ। সরকারের এই পদক্ষেপে পশ্চিম মেদিনীপুর জেলার খাস মহলের বিস্তীর্ণ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে দাবি মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্রের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here