রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
কান্দি থানার অন্তর্গত কুমারষন্ড গ্রামের বাসিন্দা বিদুৎপ্রভা চ্যাটার্জি নামের ৭৫ বছরের বিধবা মহিলার প্রায় সাড়ে ৩ বিঘা চাষাবাদের জমি জোর করে দখল করে ধান চাষ করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সহ ভাগচাষীদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ দায়ের করা হয়েছে কান্দি থানায়। ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে দাবি। অভিযোগ ক্ষতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন।
উল্লেখ্য কুমারষন্ড গ্রামের বাসিন্দা বিদুৎপ্রভা চ্যাটার্জি-র স্বামী অনেকদিন আগেই মারা গিয়েছেন। বাড়িতে বর্তমানে তিনি একাই থাকেন চাষাবাদ জমিগুলি মজুর দিয়ে চাষ করান। জমির মালিক বিদুৎপ্রভা চ্যাটার্জি-র অভিযোগ তিনি গত বছর গণেশ বায়েন, উত্তম বায়েন, গৌতম বায়েনদের ধান চাষ করতে দিয়েছিলেন কিন্তু তারা ধানের সঠিক ভাগ দেয়নি। তাই গতবছরই তাদের চাষ করতে নিষেধ করে দেন। কিন্তু এ বছর তিনি নিষেধ করা সত্ত্বেও দেখেন তাঁরা জোর করে ধান বুনছে। কুমারষন্ড গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছায়া মুখার্জীর স্বামী তৃণমূল নেতা সুবির মুখার্জী তাদের কে সঙ্গে জোর করে জমিতে ধান বুনেছেন এমনটাই অভিযোগ। বিদ্যুৎপ্রভা চ্যাটার্জীর মেয়ে অভিযোগ তুলেছেন যে, তৃণমূল নেতা সুবির মুখার্জি জোর করে তাঁদের জমি বিক্রি করে টাকা হাতানোর চেষ্টা করছেন।
আরও পড়ুনঃ NREGA প্রকল্পের কাজের দিন ও মজুরি বৃদ্ধির দাবিতে ডিএম-কে ডেপুটেশন
এই বিষয়ে কান্দি ব্লক সভাপতি তথা কান্দি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রার্থ প্রতীম সরকার বলেন ” ৭৫ বছরের বিধবা মহিলার জমিতে কয়েকজন জোর করে ধান পুঁতেছে এই খবর পেয়ে প্রশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছি। জমি সংক্রান্ত মামলায় কোনো তৃণমূল নেতা হোক কিংবা প্রধান যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবো না।“ অন্যদিকে কুমার ষন্ড পঞ্চায়েতের অতীতেন্দু ঘোষ বলেন “জোরপূর্বক জমি দখলের খবর পেয়েছি, যে দোষ করেছে সেই নেতার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক, তৃণমূল পার্টি এর দায় নেবে না। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584