দুর্ঘটনা রুখতে লেজার স্পিডোস্পট চেকিং

0
70

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

laser speed test checking to prevent accidents
গতি চেকিং।নিজস্ব চিত্র

দিনের পর দিন বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা।মৃত্যুর মুখোমুখি হচ্ছে যুবক থেকে বৃদ্ধ।তাই বেলদা থানার বিশেষ উদ্যোগ লেজার স্পিডোস্পট চেকিং।কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার উদ্যোগে অ্যালকোহল চেকিং করা হয়।পরবর্তী সময়ে বেলদা থানার ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে ভারপ্রাপ্ত আধিকারিক আসার পরই প্রতিদিনই বেলদার বিভিন্ন রাস্তায় চলছে এহেন চেকিং এর ব্যবস্থা।যাবতীয় চেকিং নিজ হাতে সামলাচ্ছেন বেলদা থানার ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক অমল কুমার নাথ।এই স্পিডোস্পট মূলত কোন রাশ ড্রাইভিংকে চেক করবে।বেলদা-কেশিয়াড়ি ৫নং রাজ্য সড়কে শনিবার বেলদা থানার পক্ষ থেকে এই স্পিডোস্পট মেশিন লাগিয়ে চেকিং করা হয়।পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে চেকিং হওয়ায় খুশি সাধারণ মানুষ।এই চেকিং থেকে বেশ কয়েকজন দ্রুতগতির বাইকচালককে আটক করে জরিমানা করা হয়েছে।বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন-বেলদা থানা শুধু নয় নানা জায়গায় বাইক দূর্ঘটনায় মৃত্যু হচ্ছে অনেকের।প্রধান কারন হয়ে দাঁড়াচ্ছে দ্রুতগতি।এই দ্রুতগতি রুখতে সরকারী ভাবে নয়া উদ্যোগ এই স্পিডোমিটার।যার মাধ্যমে চালকের বাইকের গতি মাপা যাবে এবং অনিয়ন্ত্রিত গতি থাকলে তার শাস্তিও হবে।
এইধরনের উদ্যোগে দুর্ঘটনা কিছুটা হলেও কমবে বলে মত বিশিষ্টদের।

laser speed test checking to prevent accidents
নিজস্ব চিত্র

আরও পড়ুন: মধ্যযুগীয় বর্বরতার নীরব সাক্ষী শহর মেদিনীপুর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here