নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার প্রয়াত হয়েছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের দুইবারের বিধায়ক তথা মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতি। সোমবার রাতে কলকাতা থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় মেদিনীপুর শহরের সিপাই বাজারে তার বাসভবনে। সোমবার তার বাড়িতে গিয়ে তার পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার তার মৃতদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর শহরের খাপ্রেল বাজারে তরুণ সংঘ ব্যায়ামাগারে। সেখানে তাকে তরুণ সংঘ ব্যায়ামাগারের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর মৃগেন মাইতির মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল মেদিনীপুর শহরের রবীন্দ্র নগর ফেডারেশন হলে। সেখানে তাকে বিজেপি, সিপিএম, সিপিআই, কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
ফেডারেশন হলে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক,জেলা কমিটির নেতৃত্ব ও সাধারণ কর্মীসহ বিভিন্ন সরকারী কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। এরপর তার মৃত দেহ নিয়ে যাওয়া হয় মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে।
আরও পড়ুনঃ বন্ধ ঘিরে ধুন্ধুমার কোচবিহারে, গ্রেফতার
সেখান থেকে মেদিনীপুর পুরসভা হয়ে মৃগেন মাইতির মৃতদেহ নিয়ে যাওয়া হয় মেদিনীপুর পদ্মাবতী শ্মশান ঘাটে। সেখানে ইলেকট্রিক চুল্লিতে তার শেষকৃত্য সম্পন্ন হয় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে। শেষকৃত্যে উপস্থিত ছিলেন বিধায়ক দিনেন রায়, আশীষ চক্রবর্তী, প্রদ্যোত ঘোষ ,তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, নির্মাল্য চক্রবর্তী, জয়ন্ত মাইতি, বিশ্বনাথ পাণ্ডব, মৃগেনবাবুর ভাই মৃগাঙ্ক মাইতি সহ তৃণমূলের কর্মী ও সমর্থকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584