‘লতা দিদি’ -র কোলে ছোট্ট ঋষি, পুরনো ছবি পোস্ট করে শোকপ্রকাশ লতা মঙ্গেশকরের

0
241

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

দুঃসংবাদের ঢেউ যেন একটার পর একটা আছড়ে পড়ছে অতিমারির কবলে ঘরবন্দি বিষন্ন এই দেশে। চলে গেলেন বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা ঋষি কাপুর। বয়স হয়েছিল ৬৭ বছর। ২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ে তাঁর। দীর্ঘদিন নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন ঋষি। গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফেরার পর মোটামুটি সুস্থই ছিলেন তিনি।

Lata Mangeshkar | newsfront.co
লতা দিদির কোলে ছোট্ট ঋষি। ছবিঃ টুইটার

বুধবার ফের অবস্থার অবনতি হলে তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ঋষি কাপুর। গতকালই আরও এক প্রতিভাবান অভিনেতা ইরফান খানকে হারিয়েছি আমরা। এরপর আজকে আরও এক কিংবদন্তী অভিনেতাকে হারালাম আমরা।

বিনোদন জগতে এহেন নক্ষত্র পতন আর কি মেনে নেওয়া যায়? সকলের কাছে তাই ২০২০ এখন অভিশপ্ত বছরে পরিণত হয়েছে। আজ সত্তর-আশির দশকের সেই রোম্যান্টিক নায়কের প্রয়াণে শোকাহত বলিউডের চলচ্চিত্র জগৎ।

২০২০-র জানুয়ারি মাসে নিজের ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন ঋষি কাপুর। সেই ছবিতে দেখা গিয়েছিল লতা মঙ্গেশকরের কোলে তিন মাসের ছোট্ট ঋষিকে। সাদা-কালোয় সেই ছবিটি অনবদ্য। শেয়ার করে লিখেছিলেন, ‘আপনার আশীর্বাদ যেন সব সময় আমার মাথায় থাকে।’ বৃহস্পতিবার ঋষির মৃত্যু সংবাদ পাওয়ার পর কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর সেই ছবিটিই নিজের টুইটারে পোস্ট করে শোকপ্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। চোখে জল এসে যাচ্ছে। বাক্যহারা হয়ে পড়ছি।‘ লতার থেকে ছোট হওয়া স্বত্ত্বেও অনেক আগেই চলে গেলেন এভারগ্রিন সেই রোম্যান্টিক নায়ক। শুধু মাত্র ঋষির ‘লতা দিদি’ নন আজ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here