নাজমুল আলম,টেক ডেস্কঃ
শাওমির দখলে এখন ভারতের বাজার।একটার পরে একটা ফোন এনে বাজার মাত করে ফেলেছে। রেডমি ৭ এর পরে, গত ২৮ ফেব্রুয়ারি দিল্লিতে আত্মপ্রকাশ করল রেডমি ৭ নোট প্রো।এটা ৪৮ মেগাপিক্সেল বিশিষ্ট ক্যামেরা ফোন। একটা দুর্দান্ত লুক দেওয়ার জন্য সামনের ও পেছনের দিক গরিলা গ্লাস ৫ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে।বিশেষজ্ঞের মতে বাজারে ঝড় তুলতে পারে এই ফোন।ফ্লিপকার্টে ফ্ল্যাস অন সেলের মাধ্যমে ফোনটি কেনা যাবে।
এক নজরে ফোনের ফিচারঃ
রেডমি ৭ প্রো তে থাকছে ৬.৩ ইঞ্চি এফ এইচ ডি ডিসপ্লে,থাকছে ওয়াটর ড্রপ নচ।স্ন্যাপড্রাগন 675 চিপসেট, 6জিবি পর্যন্ত র্যাম আর 128 জিবি পর্যন্ত স্টোরেজ।রেডমি নোট ৭ প্রো এর অন্যতম প্রধান আকর্ষন এই ফোনের ক্যামেরা।প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল।সঙ্গে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।সেলফি তোলার জন্য একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। একটি ৪০০০ এমএএইচ ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট( USB Typc- C)। ব্যাটারির পারফর্মেন্স ভালো, গোটা দিন এই ফোন ব্যবহারের পরেও দিনের শেষে ১৫-২০ শতাংশ চার্জ থাকছে।৩০ মিনিট পাবজি মোবাইল খেলার পরে ১২ শতাংশ চার্জ শেষ হচ্ছে।অ্যানরোইড পাই অপারেটিং সিস্টেমের উপরেই চলবে ফোনটি।পরিশেষে বলা যায় দুর্দান্ত ডিজাইন,শক্তিশালী প্রসেসার, দারুন ক্যামেরা আর বড় ব্যাটারি ব্যবহার করে একটি কমপ্লিট প্যাকেজ হিসাবে লঞ্চ হয়েছে রেডমি নোট ৭ প্রো।
আরও পড়ুনঃ অ্যামাজন ফ্লিপকার্টকে টেক্কা দিতে বাজারে আসছে রিলায়েন্সের অনলাইন শপিং সাইট
একটি দুর্দান্ত স্মার্টফোন হওয়ার সব রসদ মজুদ রয়েছে এই ফোনে। ১৫০০০ টাকা বাজেটে ভারতের স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা চরমে।সেখানেই নতুন ধামাকা নিয়ে হাজির হল শাওমি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584