নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্য সরকারের শ্রমদফতরের উদ্যোগে শ্রমিক মেলা শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের স্টেশন আনাজ ব্যবসায়ী সংগঠনের ময়দানে। শুক্রবার দুপুরে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন, “মেলার মাধ্যমে শ্রমিকদের মধ্যে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার প্রচার যতবেশি হবে ততই মানুষ উপকৃত হবেন।”
মন্ত্রী বলেন, “অসংগঠিত শ্রমিকদের মর্যাদা দিয়েছে বর্তমান রাজ্য সরকার, ব্যতিক্রমী এই রাজ্যের ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ সবার জন্যই কাজ করেছেন।” বক্তব্য রাখেন রাজ্যের অতিরিক্ত শ্রম কমিশনার বলরাম ঘোড়ই, অতিরিক্ত জেলাশাসক উত্তম অধিকারী, গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী, গড়বেতা ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেবাব্রত ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
এদিন ৫৮৭ জন উপভোক্তার হাতে সামাজিক সুরক্ষা যোজনায় মোট ৪৭ লক্ষ টাকা সহায়তা তুলে দেওয়া হয় বলে ব্লকের শ্রম আধিকারিক প্রলয় শঙ্কর পাণ্ডা জানান। জানা গেছে তিন দিন ধরে চলবে এই মেলা, শুধু তাই নয় স্টল করা হয়েছে ২০ টি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584