শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্য সরকার গণপরিবহণের পরিষেবা স্বাভাবিক করা কথা বললেও করোনা আবহে এখনো সব জায়গায় সব পরিষেবা স্বাভাবিক হয়নি। তাই নিত্যযাত্রীদের সুবিধায় শনিবার ৬ জুন থেকে আরও ২৯ রুটে শুরু হচ্ছে লঞ্চ পরিষেবা। কলকাতা ও লাগোয়া জেলায় আরও ২৯ রুটে লঞ্চ পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। শনিবার, ৬ জুন থেকেই ওই পরিষেবা পাওয়া যাবে।
প্রতীকী চিত্র
প্রসঙ্গত, গত ১ জুন থেকে রাজ্যে লকডাউন শিথিল হওয়ার পরে মূলত কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৯টি রুটে ৪০ শতাংশ যাত্রী নিয়ে ফের লঞ্চ পরিষেবা চালু হয়। আপাতত অনেক রুটেই ১ ঘণ্টা অন্তর পরিষেবা পাওয়া যাচ্ছে। কিন্তু ৮ জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে অফিস চালু করার অনুমতি যেহেতু দেওয়া হয়েছে, ফলে নিত্যযাত্রীদের চাপ আরও বাড়তে চলেছে। সেই কারণেই রাজ্যেই তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৪০ শতাংশ যাত্রীর পরিবর্তে ৬০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করবে লঞ্চগুলি।
পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর জানিয়েছেন, ‘মানুষের যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য জলপথে আরও অনেকগুলি জায়গাকে জোড়ার চেষ্টা চলছে। ধীরে ধীরে পরিষেবা আরও স্বাভাবিক করে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584