অভিষেক গড়ে ধাক্কা খেল তৃণমূল, গেরুয়া শিবিরে পদার্পণ দীপক হালদারের

0
83

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

bjp party | newsfront.co
যোগদান। নিজস্ব চিত্র

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে আজ বিশাল জনসভা ও যোগদান মেলার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়, রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, জননেতা শুভেন্দু অধিকারী, রাজিব ব্যানার্জি, দক্ষিণ ২৪ পরগণার পূর্ব জেলার সভাপতি সুনীপ দাস সহ বিজেপির নেতৃত্ব।

bjp members | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন মঞ্চ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজিব ব্যানার্জি। তিনি বলেন,”পৃথিবীর সবথেকে বড় ছাদের তলায় আমার ঠাঁই নিয়েছি। মানুষের কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। পিসিমণির এখন রিটায়ার হওয়ার বয়স হয়ে গিয়েছে। ১০ বছর রাজ্য চালানোর নাম করে পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলেছে। এমন সরকার আর দরকার নেই।

আমি বিজেপিতে যোগ দিয়েছে, তার একমাত্র কারণ উন্নয়ন। বেকার যুবক-যুবতীদের চাকরির জন্য আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে বেকার যুবক-যুবতীদের চাকরির জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না।”

আরও পড়ুনঃ ওড়িশায় লিঙ্গরাজ মন্দিরে কাজ চলাকালীন উদ্ধার দশম শতাব্দীর প্রাচীন মন্দিরের কাঠামো

suvendu adhikari | newsfront.co
বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

আবার মঞ্চে থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাকদিলেন ভারতীয় জনতা পার্টির জননেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন,”ভোট দেবেন শান্তিপূর্ণভাবে। আমাদের লক্ষ্য, সোনার বাংলা গড়া।” বারুইপুর প্রবেশদ্বারের মুখে কালো পতাকা দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, যারা কালো পতাকা দেখাচ্ছিলেন তাদেরকে প্রণাম করলাম।

audience | newsfront.co
জনসমাগম। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নিউ নর্মাল ভারতে প্রথম পেপারলেস বাজেট আজ, কোন পথে দেশের অর্থনীতি জল্পনা

শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, গোসবা ব্লকের ব্লক সভাপতি ভক্তরা মন্ডল, কুলপি থেকে হাবিব ও অনেক তৃণমূল নেতা নেত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here